ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

জাদেজার আনন্দ-বেদনা

স্পোর্টস ডেস্ক

১১ জুলাই ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

সম্ভবত ক্যারিয়ারের সেরা ইনিংসটি খেললেন রবীন্দ্র জাদেজা। কিন্তু শেষে সাজঘরে বসে দলের হার দেখতে হয় তাকে। দলকে জেতাতে পারেননি। তবে দলকে ধ্বংসস্তূপ থেকে তুলে ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। গতকাল ওল্ড ট্রাফোর্ডের ব্যাটিং দুরূহ পিচে খেলেন ৫৯ বলে ৭৭ রানের ইনিংস। তবে দলের বাকিদের ব্যর্থতায় মলিন হারের ক্ষত নিয়ে শেষ হলো ভারতীয়দের বিশ্বকাপ মিশন। গতকাল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে নিউজিল্যান্ড।
ম্যানচেস্টার জাদেজা ব্যাট হাতে যখন তিনি ক্রিজে এলেন তখন ধুঁকছে ভারত। ওল্ড ট্রাফোর্ডে ২২.৫ ওভারে ৭১/৫ সংগ্রহ নিয়ে হারের শঙ্কায় কাঁপছে ভারতীয় শিবির। আর দলীয় ৯২ রানে হারদিক পান্ডিয়ার বিদায়ে তখন বড় লজ্জার মুখে ভারত। এবারের বিশ্বকাপে দলীয় সর্বনিম্ন রানের লজ্জাটা পাকিস্তানের। আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০৫ রানে গুড়িয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৩০.৩তম ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৯২/৬।  এ সময় ভারতীয়দের আশা দেখান রবীন্দ্র জাদেজা। সঙ্গে যোগ দেন ভারতের ‘মিস্টার কুল’ খ্যাত মহেন্দ্র সিং ধোনি। সপ্তম উইকেটে এ দুজন গড়েন ১১৬ রানের জুটি। জুটির শুরুতে রয়েসয়ে খেলতে দেখা যায় ধোনিকে। আর জাদেজা ছিলে মারকুটে ভূমিকায়। ৩৯ বলে পূর্ণ করেন অর্ধশতক। আর ব্যক্তিগত ৭৭ রানে ট্রেন্ট বোল্টের বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেয়ার আগে ইনিংসে জাদেজা হাঁকান চারটি করে চার-ছয়। জাদেজা ক্রিজ ছাড়লেও ভারতীয়দের আশা ধরে রেখেছিলেন ধোনি। কিন্তু জয়ের কাছাকাছি পৌঁছে হাল ছাড়েন ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। দ্বিতীয় রান নিতে গিয়ে কিউই ফিল্ডার মার্টিন গাপটিলের দুর্দান্ত থ্রোতে রানআউটে কাটা পড়ে ধোনির উইকেট। ধোনির বিদায়ে ৪৮.৩তম ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১৬/৮-এ। ওভারের শেষ বলে বোল্ড হন ভুবনেশ্বর কুমার। আর শেষ ওভারের ৩ বল বাকি রেখে যুজবেন্দ্র চাহালের বিদায়ে ২২১ রানে গুড়িয়ে যায় ভারতের ইনিংস।
এবারের বিশ্বকাপে ভারতের শুরুর ৭ ম্যাচে একাদশে জায়গা পাননি রবীন্দ্র জাদেজা। বাঁহাতি এ অলরাউন্ডার প্রথমবার খেলার সুযোগ পান রাউন্ড রিবন লীগের মেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে রবীন্দ্র জাদেজার এটি ১২তম ফিফটি আর দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। দীর্ঘ চার বছর পর ওয়ানডেতে অর্ধশতকের দেখা পেলেন জাদেজা। সবশেষ ২০১৪’র সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতেই ৮৭ রানের ইনিংস খেলেন এ ভারতীয় অলরাউন্ডার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status