ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

শামিকে বাইরে দেখে বিস্মিত গাঙ্গুলীরাও

স্পোর্টস ডেস্ক

১০ জুলাই ২০১৯, বুধবার, ৯:০১ পূর্বাহ্ন

বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিক নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন পেসার মোহাম্মদ শামি। বল হাতে নৈপুণ্যেও তিনি ধারাবাহিক। ৪ ম্যাচে শামির শিকার ১৪ উইকেট। এতে টানা তিন ম্যাচে দেখান চার বা বেশি উইকেটের কৃতিত্ব। বিশ্বকাপে যে নজির রয়েছে কেবল শহীদ আফ্রিদির।  এমন দুর্দান্ত পারফর্মেন্সের পরও আসরের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ পাননি মোহাম্মদ শামি। এতে অবাক ভারতের ক্রিকেট বোদ্ধারাও। গতকাল কিউইদের বিপক্ষে শামিকে একাদশের বাইরে দেখে বিস্মিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ।
বিশ্বকাপ দলে থাকলেও প্রথম চার ম্যাচে বেঞ্চেই বসেছিলেন মোহাম্মদ শামি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অপর পেসার ভুবনেশ্বর কুমারের ইনজুরিতে একদশে জায়গা পান শামি। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেই বাজিমাত করেন তিনি। ম্যাচে হ্যাটট্রিকসহ তুলে নেন চার উইকেট। বিশ্বকাপে  ৩২ বছর পর হ্যাটট্রিক পেলেন ভারতীয় কোনো বোলার। এমন আগের ঘটনায় বিশ্বকাপ ও ভারতের ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেন চেতন শর্মা (১৯৮৭)। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট ও ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান মোহাম্মদ শামি। এমন পারফর্মেন্সের পরও নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে শামিকে না দেখে অবাক  হন ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেটভক্তরা। ভারতের ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট বার্তায় লেখেন, ‘সৌরভ গাঙ্গুলীর মতো আমিও অবাক হয়েছি একাদশে শামিকে না দেখে। শামি দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারতো। বিশেষ করে ডেথ ওভারে শামি বেশ কার্যকর। কুলদীপকে বসিয়ে জাদেজাকে দলে নিয়েছে এটা ভালো সিদ্ধান্ত।’ ম্যাচে শুরুর আগে ধারাভাষ্য কক্ষে সৌরভ গাঙ্গুলী, ‘আমি কিছুটা হলেও বিস্মিত শামির দলে জায়গা না পাওয়া নিয়ে।’  
ভারতের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া টুইটার বার্তায় লেখেন, ‘কুলদীপকে বসিয়ে চাহালকে খেলাচ্ছে ঠিক আছে। কিন্তু শামিকে একাদশে না রাখার কোনো কারণ দেখি না। যেহেতু পাঁচ বোলার নিয়ে খেলতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। কিন্তু শামিকে দলে নিলেও খারাপ হতো না।’
রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও একাদশের বাইরে রাখা হয় শামিকে। আর ওই ম্যাচ শেষে পাকিস্তানের এক টেলিভিশন অনুষ্ঠানের আলোচক বলেন- শামিকে বাদ দেয়া হয়েছে কারণ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) চায় না ভারত ক্রিকেট দলে কোনো মুসলিম খেলোয়াড় খেলুক।   ওই অনুষ্ঠানে বোদ্ধা বিশ্লেষক হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খানও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status