ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

চাপটা থাকবে ইংল্যান্ডেরই ওপর: লায়ন

স্পোর্টস ডেস্ক

৯ জুলাই ২০১৯, মঙ্গলবার, ৯:৪৭ পূর্বাহ্ন

এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। এ ম্যাচে কিছু হারানোর নেই বলে মন্তব্য করেছেন অজি অফস্পিনার নাথান লায়ন। ফাইনাল ম্যাচে জ্বলে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। গতকাল অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে ৩১ বছর বয়সী লায়ন বলেন, ‘ওদের (ইংল্যান্ড) দল বিশ্বকাপের ক্রিকেটারে ঠাসা। কয়েক বছর ধরে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে দলটি। চাপটা তাই ইংল্যান্ডের ওপরই। কারণ এটা ওদের বিশ্বকাপ। আমাদের হারানোর কিছু নেই। যা আছে তা অর্জন করার।’
ঘরের মাঠে বিশ্বকাপে হট ফেভারিট ছিল ইংল্যান্ড। কিন্তু তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছে তারা। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে না হারাতে পারলে  দর্শক সারিতে থাকতো এউইন  মরগানের দল। অন্যদিকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হওয়ায় রাউন্ড রবিন লীগে অ্যারন ফিঞ্চের দল হয় দ্বিতীয়। চলতি আসরে ৩ ম্যাচ খেলে ৩ উইকেট নেয়া লায়ন বলেন, ‘শেষ ম্যাচে হেরে যাওয়ায় আমাদের কিছুটা ছন্দপতন হয়েছে। তবে আমরা কোনো চাপ নিচ্ছি না। অনুশীলনে নিজেদের তৈরি করে নিচ্ছি। যাতে বৃস্পতিবারের ম্যাচে সবাই জ্বলে উঠতে পারি।’ গত আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চম শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ আয়োজিত আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর ১৯৮৭ বিশ্বকাপের ফাইনালে ইংলিশদের মুখোমুখি হয় অজিরা। সেদিন ৭ রানের জয়ে প্রথম বিশ্বকাপ জেতে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status