খেলা

এখনই অবসরের কথা ভাবছেন না ধোনি

স্পোর্টস ডেস্ক

৭ জুলাই ২০১৯, রবিবার, ৮:৫৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেননি ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। তাকে দল থেকে ছেঁটে ফেলার দাবি উঠেছে ভারতেই। অনেকেই মনে করেন বিশ্বকাপের পর অবসরে যাবেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তবে ধোনির অবসর ভাবনা নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি জানি না কখন অবসরে যাবো। কিছু লোক চায় আমি কালকের (শ্রীলঙ্কা ম্যাচ) ম্যাচের পরই অবসর নেই।’
এর আগে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ বিশ্বকাপে ভারতের শেষ ম্যাচের মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেন, ‘ধোনির কাছ থেকে অধিনায়কত্ব হঠাৎ করেই কেড়ে নেয়া হয়েছিল। কাজেই কী ঘটবে বলা মুশকিল। তবে এতটুকু বলতে পারি, বিশ্বকাপের পর তার খেলার সম্ভাবনা ক্ষীণ।’ তরুণ উইকেটরক্ষক ঋষভ পান্তকে বাদ দিয়ে ভারতের বিশ্বকাপ দলে নেয়া হয় ধোনিকে। তখন অনেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এ সিদ্ধান্তের সমালোচনা করেন। বিশ্বকাপে ব্যাট হাতে তাদের সমালোচনার জবাব দিতে পারেননি ধোনি। ৭ ম্যাচে ২২৩ রান করেন। কয়েকটি ম্যাচে তার মন্থর ব্যাটিং সবার চোখে লেগেছে। এমনকি সৌরভ গাঙ্গুলির মতো সাবেক ক্রিকেটারও এমন ব্যাটিংয়ের জন্য ধোনির সমালোচনা করেছেন। ভারতের হয়ে ৩৪৮ ওয়ানডেতে ১০৭২৩ রান করেছেন  ধোনি। তার অধিনায়কত্বে ২০১১ বিশ্বকাপ জেতে ভারত। এর আগে ম্যান ইন ব্লু’দের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপও জেতান ধোনি।
 
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status