বাংলাদেশ কর্নার

বিশ্বকাপ না খেলেই ফিরছেন রাহী

স্পোর্টস রিপোর্টার

৬ জুলাই ২০১৯, শনিবার, ৮:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু পরিবর্তিত দুই খেলোয়াড়ের মধ্যে ছিল না আবু জায়েদ রাহীর নাম। অনেক আলোচনার জন্ম দিয়ে ডানহাতি এ পেসারকে বিশ্বকাপ দলে নিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। কিন্তু রাউন্ড রবিন লীগের ৯ ম্যাচের কোনোটিতেই খেলার সুযোগ হয়নি রাহীর। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরছেন তিনি।
আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের জন্য নেয়া হয় ২৫ বছর বয়সী রাহীকে। ২ ম্যাচ খেলেছিলেন সেখানে। এর মধ্যে একটিতে ৫ উইকেট নিয়ে প্রতিশ্রুতি দেখান তিনি। তখন আবার তাসকিন আহমেদকে বিশ্বকাপ দলে নেয়া হবে কিনা সে আলোচনা চলছে। তাসকিন অনেকটা প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন ইংল্যান্ডে উড়াল দেবার। কিন্তু ‘পুরোপুরি ফিট নন’ এমন অজুহাত দেখিয়ে তাসকিনকে বাদ দেয়া হয়। আর চমক হিসেবে বিশ্বকাপ দলে জায়গা করে নেন রাহী। তাকে কেন নেয়া হয়েছে এই প্রশ্নের ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু যা বলেছিলেন তার সারাংশ ছিলো- রাহীর বলে সুইং আছে। ইংল্যান্ডের কন্ডিশনে তার বোলিং কার্যকর হবে। কিন্তু কতটা কার্যকর সেটার আর দেখা গেল না।
অস্ট্রেলিয়া ম্যাচ পর্যন্ত বাংলাদেশের টিম কম্বিনেশন ছিল অপরিবর্তিত। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা-মোস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টন্টনে অজিদের বিপক্ষে ম্যাচের আগে সাইফের চোটে প্রথমবার একাদশে জায়গা পান ডানহাতি পেসার রবেল হোসেন। ৯ ওভারে ৮৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন রুবেল। এরপর ভারতের বিপক্ষেও খেলেছেন রুবেল। ওই ম্যাচে ৮ ওভারে ৪৮ রানে একটি উইকেট নেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ চোট কাটিয়ে ফেরায় পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে আবার পূর্বের টিম কম্বিলেনশনে ফিরে যায় বাংলাদেশ। মাশরাফি-মোস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলেন সাইফুদ্দিন। রাহীর তাই কপাল খোলেনি। অবশ্য দুর্ভাগাদের কাতারে তিনিই একা নন। পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইনকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল বিশ্বকাপ দল ঘোষণার পর। খোদ পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ও কোচ মিকি আর্থার বলেছিলেন, এবারের বিশ্বকাপে হাসনাইন হবেন পাকিস্তানের এক-ফ্যাক্টর। কিন্তু ৯ ম্যাচের একটিতেও খেলার সুযোগ হয়নি হাসনাইনের। রাউন্ড রবিন লীগে ইংল্যান্ডের ৯ ম্যাচের কোনোটিতে পেস অলরাউন্ডার টম কারেন ও বাঁহাতি স্পিনার লিয়াম ডসনও খেলতে পারেননি। দলের কেউ চোটে না পড়লে তাদের সম্ভাবনা ক্ষীণ। ভারত ৮ ম্যাচের একটিতেও খেলায়নি রবীন্দ্র জাদেজাকে। তবে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তার অপেক্ষা ঘুচতে পারে। অপেক্ষায় আছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলও। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ব্লান্ডেল। নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ব্যাটসম্যান রানখরায় ভুগছেন। কাজেই সেমিফাইনালে খেলার সুযোগ পেলেও পেতে পারেন ব্লান্ডেল। এখন পর্যন্ত ১৫ সদস্যের সবাইকেই খেলিয়েছে দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status