দেশ বিদেশ

এনআরবিসি ব্যাংকের মোবাইল অ্যাপ উদ্বোধন

অর্থনৈতিক রিপোর্টার

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:২২ পূর্বাহ্ন

‘প্লানেট’ নামে মোবাইল অ্যাপের উদ্বোধন করল এনআরবিসি ব্যাংক লিমিটেড। এই অ্যাপের মাধ্যমে ব্যাংকিং সেবা আরো সহজ ও গতিশীল হবে হবে বলে মনে করছে ব্যাংটি। গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে অ্যাপটির উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্লানেট অ্যাপসের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের গ্রাহকরা ফান্ড ট্রান্সফার, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট, টপ-আপ সার্ভিসেস, ব্যালেন্স অনুসন্ধান, টাচ পয়েন্ট লোকেটর, প্রোডাক্টের তথ্য, শাখারর তথ্য, ডিসকাউন্ট পার্টনার্স এবং নোটিফিকেশনসহ বিভিন্ন প্রকার সুবিধা পাবেন। এছাড়া কিউআর কোড ব্যবহার করে ব্যাংকের শাখা বা বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল জানান, তথ্য প্রযুক্তির এই যুগে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে সামনে আগানো খুব কঠিন।
!আমাদের এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নে সহযোগী ভূমিকা পালন করবে। এছাড়া ক্যাশলেস সোসাইটি মানি লন্ডারিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন তিনি। এফবিসিসিআই’র প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিত্যনতুন প্রযুক্তিকে গ্রহণ করতে হবে। এনআরবিসি ব্যাংকের এই নতুন প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের কার্যকর সেবা প্রদান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ফজলে ফাহিম।





   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status