দেশ বিদেশ

বিএনপি নেতা নোমানের দুর্নীতির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপের্টার

২৭ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:২০ পূর্বাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের দুর্নীতির মামলা আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহজাহান, দুদকের পক্ষে আইনজীবী মো. খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক জানান, চলতি মাসের ১৯শে জুন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে ১৬১ ধারার জবানবন্দি চেয়ে ও চারজন সাক্ষীকে রি-কলের আবেদন করেন আবদুল্লাহ আল নোমান। হাইকোর্ট আবেদনটি নিষ্পত্তি করে তার আবেদনকৃত ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার জবানবন্দি আদালতে জমা দিতে এবং চারজন সাক্ষীকে পুনরায় জেরার অনুমতি দেন এবং মামলার তারিখ অহেতুক সময় ক্ষেপণ না করে তিন মাসের মধ্যে রায় দেয়ার নির্দেশনা দেন। উল্লেখ্য, ১৯৯৭ সালের ৭ই আগস্ট সম্পদের হিসাব বিবরণী চেয়ে আবদুল্লাহ আল নোমানকে নোটিশ দেয় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। নোটিশ পাওয়ার পর আইনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বাড়ানোর আবেদনও করেননি। পরে ১৯৯৮ সালের ১৯শে আগস্ট নোমানের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল জাহিদ।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status