বিশ্বজমিন

কেরালা সিপিআইএম নেতার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, পলাতক

মানবজমিন ডেস্ক

২৬ জুন ২০১৯, বুধবার, ১:৩৪ পূর্বাহ্ন

কেরালা সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক কোদিয়েরি বলকৃষ্ণাণের ছেলে বিনয় কোদিয়েরির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর থেকেই তিনি পলাতক। এ জন্য মুম্বই পুলিশ তার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিশ দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

এতে বলা হয়েছে, বিয়ে করার প্রতিশ্রুতিতে বিনয় ৩৩ বছর বয়সী মুম্বইয়ের এক যুবতীকে কয়েক বছর ধরে ধর্ষণ করেছে। ওই যুবতী বলেছেন, তাদের এমন মেলামেশার ফলে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। সেই সন্তানের বয়স এখন আট বছর। মুম্বই পুলিশের কাছে দেয়া লিখিত অভিযোগে ওই যুবতী বলেছেন, দুবাইয়ের একটি ড্যান্স বার-এ তিনি কাজ করতেন। ২০০৯ সালে সেখানে বিনয়ের সঙ্গে তার সাক্ষাত হয়। এরপর বিনয় তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। এমন প্রতিশ্রুতি দিয়ে বিনয় তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করে। তারপর উভয়ের সম্মতিতে তাদের যৌন সম্পর্ক অব্যাহত থাকে।

২০১০ সালে ওই যুবতীকে মুম্বই নিয়ে আসে বিনয়। ২০১৮ সাল পর্যন্ত সেখানে একটি ভাড়া বাসায় রাখা হয় তাকে। মুম্বই আনার এক বছর পরে ওই যুবতী একটি পুত্র সন্তান প্রসব করেন। তা সত্ত্বেও বিনয় তার সঙ্গে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। তাকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দেয়। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিনয়। তিনি আগাম জামিন চেয়েছেন আদালতের কাছে। তবে অশ্বিওয়ারা পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে মামলা নিবন্ধিত হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছে।

তদন্ত কর্মকর্তাদের সামনে ৭২ ঘন্টার মধ্যে উপস্থিত হতে নোটিশ নিয়ে কেরালায় কান্নুর জেলায় থিরুভাঙাড়ে তাদের আদিবাড়িতে গিয়েছে মুম্বই পুলিশ। সেখানেও তাকে পাওয়া যায় নি। এ অবস্থায় তার বিরুদ্ধে ওই নোটিশ দিয়েছে পুলিশ। নিজের বড় ছেলে বিনয়ের বিরুদ্ধে ধর্ষণের এমন উত্তপ্ত অভিযোগ উঠার পর সিপিআইএম রাজ্য সাধারণ সম্পাদক কোদিয়েরি বলকৃষ্ণাণ শনিবার থেকে দল ও এই মামলা থেকে নিজের দূরত্ব বজায় রাখছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status