ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

সাকিবকে টুর্নামেন্ট সেরা দেখতে চান রশিদ

ইশতিয়াক পারভেজ, সাউদাম্পটন থেকে

২৬ জুন ২০১৯, বুধবার, ৯:০৮ পূর্বাহ্ন

ম্যাচ শেষে টাইগার দর্শকদের দেখেই আফগানিস্তানের বেশ কয়েকজন তরুণ ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে স্লোগান দিতে লাগলেন। এরপর দুই দলের সমর্থকরা একে অপরকে জড়িয়ে ধরে সেলফিও নিলেন। ঠিক  সেই সময় আফগান ক্রিকেটাররা ফিরছিলেন। লিফটের সামনে দেখা হতেই রশিদ খানের চওড়া হাসি। বলেন, ‘কি খুশি?’ পরক্ষণেই বলেন আমরা কবে বাংলাদেশে যাবো? উত্তরে আগস্ট শুনতেই মাথা ঝাকালেন। দলের আরেক ক্রিকেটার মুজিবুর রহমানও বেশ উৎসহ নিয়ে জানতে চাইলেন আগষ্টের শেষে! এবার আগ বাড়িয়ে বললেন প্রথমে টেস্ট তার পর টি-টোয়েন্টি সিরিজ তাই না? হ্যা, উত্তর শুনে ফের মাথা ঝাকালেন। বলেন, দেখা হবে বাংলাদেশে। মনে মনে হয়তো বাঘের ডেরাতে এসে বিশ্বকাপে হারের প্রতিশোধের কথা ভাবছিলেন। গতকাল সাউদাম্পটনে সাকিব আল হাসানের কাছে উড়ে গেছে আফগানরা। ব্যাট হাতে ৫১ রান এরপর নিয়েছেন ৫ উইকেট।  দেশের হয়েই নয় বিশ্বকাপের ইতিহাসে জন্ম দিয়েছেন নয়া রেকর্ডের। বিশ্বকাপে ১০০০ রান ও ৩০ উইকেটের মালিক এখন একমাত্র সাকিবই। তাই সাকিবের পারফরম্যান্স নিয়ে জানতে চাইলে রশিদ কথার ঝাপি খুলে বসলেন, ‘সাকিব যেভাবে খেলছে তাতে সে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়ার দাবিদার।’
এমন সময় লিফট চলে আসলেও উঠলেন না রশিদ খান। সতীর্থ ৫  খেলোয়াড় লিফটে উঠে গেলেও তিনি দাঁড়িয়ে কথা বলতে থাকলেন সঙ্গে তখন রহমত শাহ। এবার ঘুরে তিনি রহমত শাহকে প্রশ্ন করলেন, কি সাকিবের ম্যান অবদা টুর্নামেন্ট হওয়া উচিত তাই না! তার চোখে সাকিবকে নিয়ে স্পষ্ট শ্রদ্ধা। রহমত শাহ উত্তরে বলেন, ‘কেন না? এখন পর্যন্ত সর্বাধিক রানতো তারই। আমি বিশ্বাস করি সাকিব এবার ম্যান অব দ্য টুর্নামেন্ট হবে।’ বিশ্বকাপে আফগানদের আশা ছিল বাংলাদেশকে হারানোর। সেটি শেষ। তাই এখন তাদের মাথাতে বাংলাদেশ সফর নিয়ে চিন্তা। রশিদ বলেন, ‘আমি বাংলাদেশের সিরিজের অপেক্ষায় আছি। কারণ সেখানে আমাদের টেস্ট খেলার সুযোগ হবে। টেস্টটাই আমার জন্য বড় পাওয়া হবে। দেখি, সুযোগ হলে এবার বিপিএলেও খেলবো।’ এবার লিফট চলে আসতেই বললেন, ‘দেখা হবে বাংলাদেশে। আশা করি তখন বড় ইন্টারভিউ নিতে পারবে।’ রশিদের বাংলাদেশে আসার আগ্রহের কারণটা স্পষ্ট হলো টেস্টের কথা উঠতেই। টেস্ট খেলার জন্য মুখিয়ে আছেন তারা। সদ্য টেস্ট মর্যাদা পওয়াতে নিজেদের প্রমাণ করাই এখন তাদের বড় ভাবনা। বিশেষ করে তার লেগ স্পিনের জাদু তিনি টেস্টেই দেখাতে চান তা বলার অপেক্ষা রাখে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status