ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ফিঞ্চ - ওয়ার্নারের রেকর্ড

বিশ্বকাপ ডেস্ক

২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ৮:১৯ পূর্বাহ্ন

অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান দুই ওপেনার। এই দুই ওপেনার বিশ্বকাপে আলো ছড়িয়ে যাচ্ছেন। আর আলো ছাড়ানো জুটি গড়ে করেছেন রেকর্ড। বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে পাঁচবার পঞ্চাশোর্ধ্ব রান করে নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

# বিশ্বকাপে প্রথম ম্যাচ, বিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচে তারা দুজনে করেন ৯৬ রান।
# তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আসে ৬১ রান।
# ১৪৬ রান আসে চতুর্থ ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে।
# ওয়ার্নার-ফিঞ্চ ৮০ রানের জুটি গড়েন পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে।
# আর আজ লর্ডসে স্বাগিতক ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের জুটি গড়ে হয়ে যান ইতিহাস।

বিশ্বকাপে টানা পঞ্চাশোর্ধ্ব চারটি ইনিংস ছিলো এরআগে।
# ১৯৮৩’র বিশ্বকাপে ইংল্যান্ডের ক্রিস তাবারে - গ্রায়েম ফ্লোয়া।
# অস্ট্রেলিয়ান ডেভিড বুন - জিওফ মার্শ। তারা করেন পরের বিশ্বকাপে ১৯৮৭ সালে।
# পাকিস্তানের আমির সোহেল - সাঈদ আনোয়ার করেন ১৯৯৬ সালে।
# ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে অজি অ্যাডাম গিলক্রিস্ট - ম্যাথু হেইডেন খেলেছিলেন দুবার টানা পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status