বাংলাদেশ কর্নার

ক্যাচ মিসে শীর্ষে পাকিস্তান, সাতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

২৫ জুন ২০১৯, মঙ্গলবার, ৯:১৭ পূর্বাহ্ন

জিতলে ক্যাচতো নিতেই হবে। বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্ট জিততে চাইলে, অবশ্যই হাফ-চান্সগুলোকে ফুলচান্সে পরিণত করতে হবে। সেখানে বিশ্বকাপের মতো আসরে যদি একটি দল হাফ-চান্স ফুল চান্স মিলিয়ে সাতটি সুযোগ নষ্ট করে তবে তাদের জেতার কথা না। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাতটি সুযোগ নষ্ট করেও ম্যাচ জিতেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে সেমিফাইনাল খেলার সম্ভাবনা জেগেছে পাকিস্তানের। খাতা-কলমে সম্ভাবনা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া গতি নেই সরফরাজদের। সেখানে পাকিস্তানের বড় চিন্তা এখন ক্যাচ মিস নিয়ে। ক্যাচ ফেলায় এখন পর্যন্ত ?টুর্নামেন্টে তারাই শীর্ষে। ৩৫% ক্যাচ ফেলেছেন দলটির ফিল্ডাররা। দশ দলের মধ্যে এই তালিকায় বাংলাদেশ আছে সাত নম্বরে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে পাকিস্তান। এসব ম্যাচে মোট ১৪টি ক্যাচ ফেলেছে তারা। যেটা চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তুলনা করলে চমকে যাওয়ার মতোই অবস্থা। পাঁচ ম্যাচে ভারত মিস করেছে মাত্র একটি ক্যাচ, ধরেছে ১৫টি। ক্রিকেটের সবকিছুর হিসাব রাখা সর্বোচ্চ নতুন প্রযুক্তি ক্রিক-ভিজ ডাটাবেজে দেখা যাচ্ছে, সবচেয়ে কম ক্যাচ ফেলেছে ভারত। কোহলি-রোহিতদের হাত থেকে পড়েছে মাত্র ৬.২৫% ক্যাচ। ক্যাচ সাফল্যের মতো দলীয় পারফরম্যান্সেও উজ্জ্বল তারা। পাঁচ ম্যাচের একটিতেও হারেনি। ছয় ম্যাচে মোট ২৬টা ক্যাচের ১৪টি মিস করেছে শীর্ষে থাকা পাকিস্তান। ক্যাচ মিসে দ্বিতীয় স্থানে স্বাগতিক ইংল্যান্ড। ৪২টি ক্যাচের মধ্যে তারা ফেলেছে ১০টি (১৯.২৩%)। এরপর যথাক্রমে, দক্ষিণ আফ্রিকা ৩১টিতে ফেলেছে সাতটি (১৮.৪২%), নিউজিল্যান্ড ৩৩টিতে ফেলে ছয়টি (১৫.৩৮%), অস্ট্রেলিয়া ৩৫টিতে ছয়টি (১৪.৬৩%), শ্রীলঙ্কা ১৫টিতে দুটি (১১.৭৬%) ক্যাচ ফেলেছে। বাংলাদেশ ২৪টি ক্যাচের মধ্য থেকে ফেলেছে মাত্র তিনটি (১১.১১%), আফগানিস্তান ১৮টিতে দুটি (১০%), ওয়েস্ট ইন্ডিজ ২৭টিতে তিনটি (১০%) ও ভারত ১৫টিতে একটি (৬.২৫%)। সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের পর পাকিস্তান দলের প্রশংসা করেছেন শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মাজহার আরসাদ, নারী ক্রিকেটার সানা মীর, ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলেসহ আরও অনেকে। প্রশংসার পাশাপাশি প্রত্যেকেই পাকিস্তানের ফিল্ডিংয়ের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status