অনলাইন

কুলাউড়ার ট্রেন দুর্ঘটনা কেড়ে নিলো ওসমানীর দুই নার্সের প্রাণ

অনলাইন ডেস্ক

২৪ জুন ২০১৯, সোমবার, ১২:৩৪ অপরাহ্ন

রোববার রাতে উপবন এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা। কিন্তু তার আগেই মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা। তাদের মৃত্যুর সংবাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সানজিদা আক্তার বাগেরহাট জেলার মোল্লার হাট থানার আতজুরি ভানদর খোলা গ্রামের মো. আকরাম মোল্লার মেয়ে এবং ফাহমিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের আবদুুল্লাহপুর গ্রামের আবদুুল বারীর মেয়ে।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, জালালপুরের ফাহমিদা ইয়াসমিন ইভার লাশ ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে এসেছেন আর বাগেরহাটের সানজিদা আক্তারের লাশ গ্রহণ করতে নার্স নেতৃবৃন্দ কুলাউড়া হাসপাতালে রওনা হয়েছেন।

উল্লেখ্য, রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর দুর্ঘটনা কবলিত হয়। এতে সড়ক পথের পর রেলপথেও সিলেটের সাথে ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় এথন পর্যন্ত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status