বাংলাদেশ কর্নার

নবীর ধারণার চেয়ে ভালো খেলছে ‘বাংলাদেশ’

ইশতিয়াক পারভেজ, সাউদাম্পটন

২৪ জুন ২০১৯, সোমবার, ৯:৫৪ পূর্বাহ্ন

সাউদাম্পটন শহর থেকে অনেকটা ভিতরের দিকে রোজ বোল স্টেডিয়াম। এই মাঠের সংবাদকর্মীদের প্রবেশ করতে হয় হোটেল হিলটনের প্রধান ফটক ধরে। স্টেডিয়ামের প্রবেশ পথে পাঁচতারকা হোটেল! চমক লাগার মতো ব্যাপার। তবে চমক তখন আরো বাকি! প্রবেশ করতেই হোটেল লবিতে দেখা হয়ে গেল আফগান অফস্পিনার মুজিব-উর রহমানের সঙ্গে। চোখে পড়লো হোটেলের ভিন্ন স্থানে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছেন মোহাম্মদ নবী, সামীউল্লাহ শিওয়ারিরা। প্রথমে এগিয়ে যেতেই হাসলেন, বাংলাদেশের সংবাদকর্মী পরিচয় পেয়ে কথা শুরু করলেন হিন্দিতে। তবে সেটি সাধারণ কুশল বিনিময়। আলাদা করে খেলা নিয়ে কথা বলতে চাইলে বললেন, ‘অনুমতি লাগবে ম্যানেজারের।’ ততক্ষণে বাংলাদেশ দল অনুশীলন শুরু করে দিয়েছে। নবীর ইন্টারভিউর আশা ছেড়ে তাই ছুটতে হলো মাঠে। এক ঘণ্টা পর ফিরে সেখানেই ফের দেখা নবীর সঙ্গে। হেসে বললেন, ‘ভালো খেলেছে বাংলাদেশ।’ এবার সুযোগ এলো সরাসরি প্রশ্নের। কতটা ভালো খেলছে বাংলাদেশ? নবী হেসে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে থেমে বললেন, ‘আমার যে বিশ্বাস ছিল বাংলাদেশকে নিয়ে, তার চেয়ে ভালো খেলছে তারা। খুবই ভালো, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা দারুণ ছিল। আমার ভালো লেগেছে।’
হোটেলের লবি ধরেই আফগানদের এই তারকার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো। রোজ বোলে নিজেদের শেষ ম্যাচ তারা খেলেছে ভারতের বিপক্ষে। আর মাঠের লাগোয়া হিলটন হোটেলে উঠেছে তারা। এ হোটেলের জানালা দিয়েই দেখা যায় স্টেডিয়ামের গ্যালারি উইকেট। তাদের চায়ের আড্ডা চলে মাঠ দেখতে দেখতে। রোজ বোল স্টেডিয়াম সম্পর্কে বাংলাদেশের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আফগানরা। এ মাঠে ভারতের মতো মহাশক্তিশালী দলকে প্রায় হারিয়েই দিয়েছিল দলটি। আফগান স্পিনারদের সামনে অসহায় ছিল ভারতের বিরাট কোহলি-রোহিত শর্মারা। বল হাতে সফল ছিলেন মোহাম্মদ নবী। অধিনায়ক গুলবাদিনের সঙ্গে নেন ২ উইকেট। দারুণ পারফরম্যান্সে বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসের প্রশংসা কুড়ান নবীরা। তবে নবী নিজেদের এগিয়ে রাখতে নারাজ। তিনি বলেন, ‘না, আমি মনে করি না আমরা এই মাঠে খুব এগিয়ে থাকবো বা আমরাই বেশি সুবিধা পাবো। তোমাদের স্পিনাররা তো অনেক ভালো, সাকিবের কথা আলদা করে বলার নেই। মিরাজ আছে। আর তোমাদের অনেকেই আছে যারা স্পিনটা দারুণ করে। সব মিলিয়ে আমি মনে করি লড়াই হবে সমানে-সমান।’
ভারতের বিপক্ষে ম্যাচে যে উইকেটে খেলা হয়েছে একই উইকেটে খেলা হবে বাংলাদেশের বিপক্ষেও। উইকেটে অভিজ্ঞতায় এগিয়ে থাকার কথা বলতেই একটু মুচকি হাসলেন নবী। এরই মধ্যে হোটেলের লিফট চলে এলো। তবে নবী থেমে বললেন, ‘হ্যাঁ, এটা ঠিক একই উইকেটে খেলা, আমরা উইকেটটা চিনি। এখানে বলতে পারো আমরা এগিয়ে। তবে যারা ভালো খেলবে তারাই এখানে এগিয়ে থাকবে।’
কথা বলতে বলতেই উঠে গেলেন লিফটে। সঙ্গে ডেকে নিয়ে বললেন, ‘অনেক কিছু ম্যানেজারের অনুমতি না নিয়ে বলে ফেললাম!’ তার কথাতে পাশে দাঁড়ানো আসগর আফগান হেসে উঠলেন। যেতে যেতে বলে গেলেন, ভালো করবে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান পরিসংখ্যান
মুখোমুখি বাংলাদেশের জয় আফগানিস্তানের জয়
৭ ৪ ৩
বিশ্বকাপে মুখোমুখি বাংলাদেশের জয় আফগানিস্তানের জয়
১ ১ ০
দলীয় সর্বোচ্চ
দল স্কোর ভেন্যু সাল
বাংলাদেশ ২৭৯/৮ ঢাকা ২০১৬
বাংলাদেশ ২৬৭ ক্যানবেরা ২০১৫
বাংলাদেশ ২৬৫ ঢাকা ২০১৬
আফগানিস্তান ২৫৮ ঢাকা ২০১৬
আফগানিস্তান ২৫৫/৭ আবুধাবি ২০১৮
দলীয় সর্বনিম্ন
দল স্কোর ওভার ভেন্যু সাল
বাংলাদেশ ১১৯ ৪২.১ আবুধাবি ২০১৮
আফগানিস্তান ১৩৮ ৩৩.৫ ঢাকা ২০১৬
আফগানিস্তান ১৬২ ৪২.৫ ক্যানবেরা ২০১৫
বাংলাদেশ ২০৮ ৪৯.২ ঢাকা ২০১৬
বাংলাদেশ ২২২ ৪৭.৫ ফতুল্লা ২০১৪
সর্বোচ্চ/সর্বনিম্ন ম্যাচ অ্যাগ্রিগেট
রান উইকেট ওভার জয়ী ভেন্যু সাল
৫২৩ ২০ ১০০ বাংলাদেশ ঢাকা ২০১৬
৩৭৪ ১৭ ৯২.১ আফগানিস্তান আবুধাবি ২০১৮
রান/উইকেটের ব্যবধানে বড় জয়
জয়ী ব্যবধান টার্গেট ভেন্যু সাল
বাংলাদেশ ১৪১ রান ২৮০ ঢাকা ২০১৬
আফগানিস্তান ১৩৬ রান ২৫৬ আবুধাবি ২০১৮
বাংলাদেশ ১০৫ রান ২৬৮ ক্যানবেরা ২০১৫
আফগানিস্তান ৩২ রান ২৫৫ ফতুল্লা ২০১৪
বাংলাদেশ ৭ রান ২৬৬ ঢাকা ২০১৬
বাংলাদেশ ৩ রান ২৫০ আবুধাবি ২০১৮
আফগানিস্তান ২ উইকেট ২০৯ ঢাকা ২০১৬
সর্বাধিক রান
খেলোয়াড় ম্যাচ রান গড় সর্বোচ্চ ৫০/১০০
মাহমুদুল্লাহ (বা) ৬ ২৪৩ ৪৮.৬০ ৭৪ ২/০
তামিম ইকবাল (বা) ৪ ২৩৭ ৫৯.২৫ ১১৮ ১/১
হাশমতুল্লাহ (আফ) ৫ ২১৫ ৪৩.০০ ৭২ ৩/০
আসগর (আফ) ৭ ২০৬ ৩৪.৩৩ ৯০* ২/০
মুশফিকুর (বা) ৬ ১৮৩ ৩০.৫০ ৭১ ১/০
সর্বাধিক উইকেট
খেলোয়াড় ম্যাচ উই. গড় ইকো. সেরা
সাকিব (বা) ৬ ১৩ ১৯.০০ ৪.৫৮ ৪/৪২
মোহাম্মদ নবী (আফ) ৭ ১১ ২৪.২৭ ৩.৮৮ ৩/৪৪
রশিদ খান (আফ) ৫ ১০ ১৭.০০ ৩.৪৬ ৩/৩৫
মাশরাফি (বা) ৬ ৯ ২৬.৩৩ ৪.৪৭ ৩/২০
তাসকিন (বা) ৪ ৮ ১৮.১২ ৫.৪৩ ৪/৫৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status