ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপের হ্যাটট্রিকধারীরা

বিশ্বকাপ ডেস্ক

২৩ জুন ২০১৯, রবিবার, ৭:১৬ পূর্বাহ্ন

ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিকের যাত্রাটা শুরু করেছিলেন ভারতীয় বোলার চেতন শর্মা। এরপর সর্বশেষ ১০ নম্বর হ্যাটট্রিকটিও এলো আরেক ভারতীয়র হাত ধরে। এপর্যন্ত  বিশ্বকাপে ৯ জন বোলার পেয়েছেন হ্যাটট্রিক করবার সম্মান।

চেতন শর্মা
১৯৮৭ সালের বিশ্বকাপে ইতিহাস রচনা করেন ভারতীয় বোলার চেতন শর্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে করেন প্রথম হ্যাটট্রিক।

সাকলাইন মুশতাক
পাকিস্তানি কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। ১৯৯৯’র  বিশ্বকাপে  এই অফস্পিনার জিম্বাবুয়ের বিপক্ষে তুলে নেন ৩ বলে ৩ উইকেট।

চামিন্দা ভাস
তৃতীয় হ্যাটট্রিক আসে লঙ্কান পেসার চাদিন্দা ভাসের হাত ধরে। ২০০৩ বিশ্বকাপে  বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসের প্রথম তিন বলেই তিন উইকেট নেন তিনি। আউট হয়ে ফেরেন হান্নান সরকার, মোহাম্মাদ আশরাফুল এবং এনামুল হক।

ব্রেট লি
২০০৩ বিশ্বকাপে আসে আরো একটি হ্যাটট্রিক। অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি করেন হ্যাটট্রিক কেনিয়ার বিপক্ষে।


লাসিথ মালিঙ্গা
একমাত্র বোলার যিনি বিশ্বকাপে পেয়েছেন দুটি হ্যাটট্রিকের স্বাদ। ২০০৭ বিশ্বকাপে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে পরপর চার বলে চার উইকেট তুলে নেন তিনি।


লাসিথ মালিঙ্গা
পরের ২০১১’র  বিশ্বকাপে  লাসিথ মালিঙ্গা কেনিয়ার বিপক্ষে ফের করেন হ্যাটট্রিক।

কেমার রোচ
বিশ্বকাপে ৬ষ্ঠ হ্যাটট্রিক আসে ক্যারিবীয় পেসার কেমার রোচের হাত ধরে। ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকসহ তুলে নিয়েছিলেন ৬ উইকেট।



স্টিভেন ফিন
২০১৫ বিশ্বকাপে  ইংলিশ পেসার স্টিভেন ফিন পান হ্যাটট্রিকের দেখা। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওভারে করেন এই রেকর্ড।


জেপি ডুমিনি
২০১৫ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন দক্ষিণ আফ্রিকার স্পিন অলরাউন্ডার জেপি ডুমিনি।


মোহাম্মদ শামি
চলতি  বিশ্বকাপে  দশম হ্যাটট্রিক করেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিকসহ ৪ উইকেট তুলে নেন তিনি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status