বাংলাদেশ কর্নার

আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না নান্নু

স্পোর্টস রিপোর্টার

২৩ জুন ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ আফগানিস্তান। ১০ দলের মধ্যে কাগজে-কলমে আর অভিজ্ঞতায় যারা সবচেয়ে পিছিয়ে। তবে স্পিন শক্তিতে বলীয়ান আফগানদের মোটেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। গতকাল টিম বাংলাদেশ সাউদাম্পটনে পৌঁছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘সব দলকেই সতর্কতার সঙ্গে নিতে হবে। বিশ্বকাপে কাউকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। সেই হিসাবে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আপনাকে শতভাগ দিতে হবে। সব বিভাগে সাফল্য দরকার।
আফগানিস্তান নিজেদের দিনে যে কাউকে ভড়কে দিতে পারে। গতকাল যেমন দিয়েছে ভারতকে। রোজ বোলে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২২৪ রান তুলে বিরাট কোহলির দল। গত ৯ বছরে প্রথম ইনিংসে যা ভারতের সর্বনিম্ন সংগ্রহ। আফগান স্পিনাররা কঠিন পরীক্ষায় ফেলেন ভারতীয় ব্যাটসম্যানদের। অধিনায়ক কোহলি (৬৩ বলে ৬৭) ও কেদার যাদব (৬৮ বলে ৫২) ছাড়া আর কেউ স্বাচ্ছন্দ্যে ছিলেন না। অফস্পিনার মুজিব উর রহমান ১০ ওভারে ২৬ রানে ১ উইকেট, মোহাম্মদ নবী ৯ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। আগের ম্যাচে ৯ ওভারে ১১০ রান হজম করা লেগস্পিনার রশিদ খান এদিন ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট।
ইংল্যান্ডের ১১ ভেন্যুর মধ্যে সাউদাম্পটেনর রোজ বোলের উইকেট তুলনামূলক স্লো। বাউন্ডারিও বড়। ভারতের বিপক্ষে সেই ফায়দাই তুলেন আফগান স্পিনাররা। কাল এ ভেন্যুতেই আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নবী-রশিদদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি-না এমন প্রশ্নের উত্তরে নান্নু তার সংক্ষিপ্ত সাক্ষাৎকারে আরও বলেন, ‘প্রতিপক্ষ খেলোয়াড় হিসেবে যেই থাকুক না কেন, এখানে তো সবার বিপক্ষেই খেলতে হবে। প্রস্তুতি তো আমরা আগে থেকেই নিয়েছি। আমাদের সবার ভালো প্রস্তুতি নেয়া আছে।’
স্পিন সহায়ক উইকেটে আফগানিস্তানের বিপক্ষে হারের বাজে অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৪  কাল এই রোজ বোলেই আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সালে ফতুল্লায় এশিয়া কাপের ম্যাচে প্রথম সাক্ষাতেই আফগানিস্তানের কাছে পরাজিত হয় টাইগাররা। দুই বছর পর মিরপুরে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে দ্বিতীয় হার দেখে বাংলাদেশ। সর্বশেষ হারটি গত বছরের এশিয়া কাপে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status