দেশ বিদেশ

স্বেচ্ছা পদত্যাগ নাকি অন্যকিছু ইফা ডিজিকেই সিদ্ধান্ত নিতে হবে

বিশেষ প্রতিনিধি

২৩ জুন ২০১৯, রবিবার, ৮:৫১ পূর্বাহ্ন

 ইসলামিক ফাউন্ডেশন  (ইফা)-এর অচলাবস্থার সমাধানে প্রতিষ্ঠানটির মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের কোর্টে বল ঠেলে দেয়া হয়েছে। এখন স্বেচ্ছা পদত্যাগ বা অন্যকিছুর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে পারেন তিনি। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে রুদ্ধদ্বার এ বৈঠকে বোর্ডের আটজন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে বোর্ডের সদস্যরা ইফাতে গত কয়েকদিন ধরে চলা অস্থিতিশীল পরিস্থিতিকে অনভিপ্রেত ঘটনা বলে মন্তব্য করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের সর্বোচ্চ নীতি নির্ধারণী এ বৈঠকে ইফার সামপ্রতিক পরিস্থিতি নিয়ে বোর্ডের সদস্যরা তাদের বক্তব্য তুলে ধরেন। বোর্ডের সদস্যরা সবাই কথা বললেও ইফা মহাপরিচালক ছিলেন চুপচাপ। বৈঠকে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ইফাতে বর্তমানের উদ্ভুত পরিস্থিতির সম্মানজনক সমাধান খুঁজে বের করার দায়িত্ব ইফা মহাপরিচালকের ওপর দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোর্ড সভার মাধ্যমে ইফা ডিজিকে অপসারনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যরা সাক্ষাতের পর ধীরে চল নীতি অবলম্বন করা হচ্ছে। বোর্ড সভার বিষয়ে জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আবদুল্লাহ বলেন, উদ্ভুত পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও সম্মানজনক সমাধান খুঁজে বের করার দায়িত্ব সামীম মোহাম্মদ আফজালের ওপর দেয়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হোক তা আমরা কেউ চাই না। আশা করছি, শিগগিরই প্রতিষ্ঠানটির ডিজি নিয়ে শান্তিপূর্ণ সমাধান হবে। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ইফাতে অচলাবস্থা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status