বাংলারজমিন

মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে

২৩ জুন ২০১৯, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের মিরকাদিমে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কাউন্সিলরসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল জলিল মাদবরসহ ৭ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মিরকাদিম  পৌরসভার পূর্বপাড়া গ্রামের একটি জানাজা  শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে নৈশপ্রহরী জিল্লুর রহমানসহ (৪৫) তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে মিরকাদিমের পূর্বপাড়া এলাকার শাহ্‌জালালের  মেয়ের জানাজা হয়। জানাজা শেষে মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন ও পরাজিত মেয়র প্রার্থী মনছুর আহমেদ কালাম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।  এ সময় পুলিশ লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনছুর আহমেদ কালাম জানান, তারা জানাজা শেষে ফেরার পথে  মেয়র শাহীন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় কাউন্সিলর আবদুল জলিল মাদবরসহ তার পক্ষের ৭-৮ জনকে গুরুতর জখম করা হয়। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন, মনছুর আহমেদ কালামের  নেতৃত্বে ১০০-১৫০ জন জানাজা দিতে যাওয়ার সময় তার পক্ষের জিল্লুর রহমান ও জয়নালকে মারধর করে। পরে জানাজা শেষে যাওয়ার পথে তার লোকজনের ওপর কালাম গ্রুপ অতর্কিতে হামলা চালায়। অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ  মোতায়েন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status