বাংলাদেশ কর্নার

ভাগ্যটা সহায় হয়নি তামিমের

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৯:৪১ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেই হেরেছে বাংলাদেশ। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ৩৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৩৩ রান তুলেছে টাইগাররা। হারতে হয়েছে ৪৮ রানে। এদিন ওপেনিংয়ে যদি আরো কিছু রান তুলতে পারতো বাংলাদেশ তাহলে হয়তো ভালো কিছু হতে পারতো। এমন আক্ষেপে পুড়ছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৮ ও অস্ট্রেলিরা বিপক্ষে ৪১ রানে আউট হয়েছে তিনি। গত দুই ম্যাচে যেভাবে আউট হলেন তামিম ইকবাল, তাতে ভাগ্যেটাকেই দুষছেন এই বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তামিম বলেন, ‘হয়তো বা আমার মতো হচ্ছে না। টুর্নামেন্টের শুরুতে একটু সমস্যা হচ্ছিল। শেষ দুই ইনিংসে ভাগ্যটা সহায় হয়নি। ভাগ্যটা সহায় হলেই ইনিংসগুলো বড় হতে পারতো। আজকেও (বৃহস্পতিবার) দেখেন! সাধারণতো এই শটটা আমি ভালো খেলি। কিন্তু আজ আমার দিন ছিল না। আমার কাছে মনে হয় আমি ভালো অবস্থায় আছি, শুধু একটি বড় ইনিংসের প্রয়োজন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল টাইগাররা। ২৩ রানে সৌম্য সরকারের রান আউটের পর হাল ধরেন তামিম ইবকাল ও সাকিব আল হাসান। ৩৮২ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে তামিম বলেন, ‘সত্যি কথা আমাদের বড় স্কোর চেজ করার অভিজ্ঞতা খুব বেশি নেই। আমি স্কোরবোর্ডের দিকেই তাকাচ্ছিলাম না। প্রাথমিক পরিকল্পনা ছিল ৩০ ওভারে ১৮০ কিংবা ২০০ করতে পারলে শেষ ২০ ওভারে একটা সুযোগ নেয়া যাবে। কারণ আগেই বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে খেলাটা নষ্ট করলে ৩৩০ প্লাস রান হতো না। আমার চেষ্টা ছিল, ৩০ ওভারে ওই রান করা। বাকি রানটা টি-টোয়েন্টি মেজাজে খেলে করার চেষ্টা করা। আমি এবং সাকিব সুযোগটা যখন কাজে লাগাতে পারতাম, তখনই আউট হয়েছি।’


সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান    ম্যাচ    রান    সর্বোচ্চ    ১০০/৫০    গড়
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)     ৬    ৪৪৭    ১৬৬    ২/২    ৮৯.৪০
সাকিব আল হাসান (বাংলাদেশ)    ৫    ৪২৫    ১২৪*    ২/২    ১০৬.২৫
অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)    ৬    ৩৯৬    ১৫৩    ১/৩    ৬৬.০০
জো রুট (ইংল্যান্ড)    ৬    ৩৬৭    ১০৭    ২/২    ৯১.৭৫
রোহিত শর্মা (ভারত)    ৩    ৩১৯    ১৪০    ২/১    ৯৭.৫৫

সেরা পাঁচ বোলার
বোলার    ম্যাচ    উই.    সেরা    ইকো.
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)     ৬    ১৫    ৫/৪৬    ৫.৪২
মোহাম্মদ আমির (পাকিস্তান)    ৪    ১৩    ৫/৩০    ৪.৭২
জোফরা আর্চার (ইংল্যান্ড)    ৪    ১৩    ৩/২৭    ৪.৮৭
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)     ৪    ১১    ৪/৩৭    ৪.৪৫
প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)    ৬    ১১    ৩/৩৩    ৪.৮৪
* শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচের আগ পর্যন্ত
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status