ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ পরিসংখ্যান

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

মুখোমুখি    নিউজিল্যান্ডের জয়    উইন্ডিজের জয়    ফল হয়নি
    ৬৪    ২৭    ৩০        ৭
    বিশ্বকাপে মুখোমুখি    নিউজিল্যান্ডের জয়    উইন্ডিজের জয়    
    ৭    ৪    ৩
দলীয় সর্বোচ্চ
    দল    স্কোর    ভেন্যু    সাল
নিউজিল্যান্ড    ৩৯৩/৬    ওয়েলিংটন    ২০১৫
ওয়েস্ট ইন্ডিজ    ৩৬৩/৪    হ্যামিল্টন    ২০১৪
দলীয় সর্বনিম্ন
    দল    স্কোর    ওভার    ভেন্যু    সাল
    নিউজিল্যান্ড    ১১৬    ৪২.২    পোর্ট অব স্পেন    ১৯৮৫
    উইন্ডিজ    ১২১    ২৮.০    ক্রাইস্টচার্চ    ২০১৭
সর্বোচ্চ/সর্বনিম্ন ম্যাচ অ্যাগ্রিগেট
    রান    উইকেট    ওভার    জয়ী দল    ভেন্যু    সাল
    ৬৪৩    ১৬    ৮০.৩    নিউজিল্যান্ড    ওয়েলিংটন    ২০১৫
    ১০৬    ৭    ৩৯.০    উইন্ডিজ    পোর্ট অব স্পেন    ১৯৮৫
রান/উইকেটের ব্যবধানে বড় জয়
    জয়ী    রান/উইকেট    লক্ষ্য    ভেন্যু    সাল
    নিউজিল্যান্ড    ২০৪ রান    ৩২৬    ক্রাইস্টচার্চ    ২০১৭
    ওয়েস্ট ইন্ডিজ    ১০ উই.    ১১৭    পোর্ট অব স্পেন    ১৯৮৫
রান/উইকেটের ব্যবধানে ছোট জয়
    জয়ী    রান/উইকেট    লক্ষ্য    ভেন্যু    সাল
    নিউজিল্যান্ড    ৪ রান    ১৫৯    জর্জটাউন    ১৯৯৬
    নিউজিল্যান্ড    ১ উই.    ২০৪    ক্রাইস্টচার্চ    ১৯৮০
    উইন্ডিজ    ১ উই.    ২৪৪    কিংসটোন    ১৯৯৬
সর্বাধিক রান
    খেলোয়াড়    ম্যাচ    রান    গড়    সর্বোচ্চ    ৫০/১০০
    ব্রায়ান লারা (উই.)    ২৮    ১০৬৮    ৫০.৮৫    ১৪৬*    ২/৭
    নাথান অ্যাস্টল (নিউ.)    ২৯    ১০১৪    ৪০.৫৬    ১১৮*    ১/৮
    ক্রিস গেইল (উই.)    ২৯    ৯৩৯    ৩৭.৫৬    ১৩৫    ২/৪
    স্টিফেন ফ্লেমিং (নিউ.)    ২৯    ৯১৯    ৩৮.২৯    ১০৬*    ১/৮
    শিবনারায়ন চন্দরপল    ৩০    ৬৯৭    ২৯.০৪    ১০৮*    ঙ্গ
*নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা খেলোয়াড়ের মধ্যে রস টেলর ১৭ ম্যাচে ৫৩.০০ গড়ে সর্বাধিক ৬৩৬ রান করেছেন। ১ সেঞ্চুরি, ৩ হাফসেঞ্চুরি।
সর্বাধিক উইকেট
    খেলোয়াড়    ম্যাচ    উইকেট    গড়    ইকো    সেরা
    ড্যানিয়েল ভেট্টোরি (নিউ.)      ২৫    ৩৩    ২২.৬০    ৪.০১    ৫/৩০
    স্কট স্টাইরিস (নিউ.)    ১৯    ২২    ২৪.৩৬    ৪.৮৮    ৬/২৫
    ক্রিস হ্যারিস (নিউ.)    ২২    ২২    ৩০.০০    ৩.৯২    ৩/২৮
    কোর্টনি ওয়ালশ (উই.)    ১৬    ২১    ২৬.৭১    ৪.৩৩    ৩/৩০
    ক্রিস গেইল (উই.)    ২৯    ২১    ৩০.১৯    ৪.৯৯    ৪/৫৪
*নিউজিল্যান্ডের বর্তমান দলে থাকা বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ৭ ম্যাচে সর্বাধিক ১৭ উইকেট নিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status