ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

সাউদাম্পটনে মুখোমুখি ভারত-আফগানিস্তান

অভিষেকের অপেক্ষায় ঋষভ পান্ত

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

দু’দলের শেষ লড়াইটা খুব জমজমটা হয়েছিল। আরব আমিরাতে এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে জিততে জিততে টাই করে আফগানিস্তান। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেটি ছিল আফগানদের কেবল দ্বিতীয় ম্যাচ। তৃতীয় সাক্ষাৎটা হচ্ছে বিশ্বকাপে। আজ সাউদাম্পটনে বিরাট কোহলির দলের মুখোমুখি হচ্ছেন রশিদ-নবীরা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে ভারত। আর ৫ ম্যাচে সবক’টিতে হেরে তলানিতে আফগানিস্তান। নিজেদের শেষ ম্যাচে আফগান বোলাররা ইংলিশ ব্যাটসম্যানদের কাছ থেকে ক্রিকেট দীক্ষা নেন। ৩৯৭ রান তুলে ইংল্যান্ড। দলের সেরা বোলার রশিদ খান ৯ ওভারে ১১০ রান দিয়ে বিশ্বকাপে সবচেয়ে খরুচে বোলারের লজ্জার রেকর্ড গড়েন। তবে ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিনটা ভুলে এখন ভারত ম্যাচের দিকে মনোযোগ দিচ্ছেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৩ নম্বর বোলার। তিনি বলেন, ‘ আমার মনোযোগ ভারতের বিপক্ষে ম্যাচের দিকে। আমি গত ম্যাচ নিয়ে ভাবছি না।’
ভারত খুব ফুরফুরে মেজাজে আছে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত তারা। আসরে অপরাজিত রয়েছে আর কেবল নিউজিল্যান্ড। তবে চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে ভুবনেশ্বর কুমারের পর খেলতে পারছেন না বিজয় শঙ্করও। আর ওপেনার শিখর ধাওয়ান ছিটকে গেছেন ইতিমধ্যেই। তার বদলে দলে জায়গা পাওয়া ঋষভ পান্ত আজ খেলার সুযোগ পেতে পারেন। অথবা প্রথমবার একাদশে সুযোগ মিলতে পারে দীনেশ কার্তিকের। ভারতের উদীয়মান তারকদের একজন পান্ত। ২১ বছর বয়সী বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন পর্যন্ত ৫ ওয়ানডেতে ৯৩ রান করেছেন। ভারতের হয়ে বিশ্বকাপে ম্যাচ খেলতে একেবারে মুখিয়ে আছেন পান্ত। গতকাল তিনি বলেন, যখন শিখি ভাইয়ের (শিখর ধাওয়ান) জায়গায় আমাকে ডাকা হলো, আমার মা সোজা মন্দিরে চলে গিয়েছিলেন ভগবানকে পূজো দিতে। ভারতের প্রত্যেক ক্রিকেটারের একটাই স্বপ্ন- দলকে বিশ্বকাপ জেতাতে সহযোগিতা করা। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম না। দলে জায়গা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status