ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

এখনো উইন্ডিজের সম্ভাবনা দেখেন লয়েড

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৯, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

৫ ম্যাচে ৩  পয়েন্ট থাকায় বিশ্বকাপের শেষ চারের সম্ভাবনা নেই বললেই চলে ওয়েস্ট ইন্ডিজের। তবে উইন্ডিজ গ্রেট ক্লাইভ লয়েড এখনো আশাবাদী। দুবারের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আইসিসির বিশেষ কলামে লিখেছেন, ‘গাণিতিকভাবে ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। যদিও এর সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। তবে মূল বিষয় হচ্ছে ওরা যেন চেষ্টাটা করে। টুর্নামেন্টটা উঁচু আত্মবিশ্বাস নিয়ে খেলে।’ আজ  নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামছে উইন্ডিজ। যারা টুর্নামেন্টে এখনও অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলছে। তাদের বিপক্ষে কিছু একটা করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে মাথা তুলে দাঁড়ানোর বিকল্প দেখছেন না লয়েড। তিনি বলেন, ‘কিউইদের বিপক্ষে কিছু করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের খেলাটা খেলতে হবে। ওদের আছে কেন উইলিয়ামসনের মতো দুর্দান্ত একজন অধিনায়ক। এমনকি অসাধারণ একজন ব্যাটসম্যানও।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউইদের রোমাঞ্চকর জয়ে ভূমিকা ছিল অধিনায়ক উইলিয়ামসনের। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ক্লাইভ লয়েডের কাছে সেই ইনিংসটি মনে হয়েছে ওয়ানডের সুন্দরতম ইনিংসগুলোর একটি। তিনি বলেন, প্রোটিয়াদের বিপক্ষে ওর ইনিংসটা ছিল অসাধারণ। ওয়ানডেতে আমার দেখা সুন্দরতম ইনিংসের একটি। খেলাটাকে খুব ভালোভাবে সে বোঝে। তাই পরিস্থিতির সঙ্গে ভালোভাবে খাপ খাইয়ে নিতে সে জানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status