খেলা

সোনালীকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব!

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

সোনালী বেন্দ্রের প্রেমে মজেছিলেন শোয়েব আখতার আর এ বলিউড অভিনেত্রীকে অপহরণের দুষ্টু বুদ্ধিও মাথায় এসেছিল পাকিস্তানি পেস তারকার- সপ্তাহখানেক আগে ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে দেয়া হয় এমন খবর। প্রতিবেদনে বলা হয়, খেলোয়াড়ি জীবনে বলিউড তারকা সোনালী বেন্দ্রের প্রেমে পড়েছিলেন পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতার। আর সেই প্রেমের গভীরতা এতটাই যে, ভালোবাসার প্রস্তাবে সাড়া না দিলে নাকি সোনালীকে অপহরণ করার বুদ্ধিও এঁটেছিলেন শোয়েব।
খবরটি রাতারাতি ছড়িয়ে পড়লেও এতদিন এ বিষয়ে মুখ খোলেননি শোয়েব আখতার। তবে নেতিবাচকভাবে খবরটি প্রকাশ হওয়ায় অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। অস্বীকার করলেন সোনালী বেন্দ্রের প্রেমে পড়ার বিষয়টিকে। সমপ্রতি ইউটিউবে দেড় মিনিটের এক ভিডিওতে শোয়েব ঘটনাটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এ ছাড়াও ইকোনমিক টাইমস-এর প্রতিবেদকেরও তীব্র সমালোচনা করেন শোয়েব আখতার।
গত ১৬ই জুন ইকোনমিক টাইমস জানায়, এক সময়ের বেশ সারা জাগানো অভিনেত্রী সোনালী বেন্দ্রের ‘ইংলিশ বাবু দেশি ম্যাম’ সিনেমা দেখার পর তার প্রেমে পড়েন শোয়েব আখতার। আর সোনালীকে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার এতটাই ভালোবাসতেন যে, সবসময় ওয়ালেটে সোনালীর ছবি নিয়ে ঘুরে বেড়াতেন। এ ছাড়াও ঘরে এই বলিউড নায়িকার একাধিক পোস্টার টাঙিয়ে রাখতেন শোয়েব।
এই প্রতিবেদনকে মিথ্যা ও গুজব দাবি করে ভিডিও বার্তায় রাওয়াল পিণ্ডি একপ্রেস খ্যাত শোয়েব আখতার বলেন, আমি কখনো আমার ওয়ালেটে তার ছবি রাখিনি। আমার ঘরেও না। আমি তাকে কখনো অপহরণও করতে চাইনি এবং বিয়েও না। আমি কখনো এই অভিনেত্রীর ভক্ত ছিলাম না। যদিও আমি তার অভিনীত অল্প কিছুসংখ্যক চলচ্চিত্র দেখেছি।
তবে সম্প্রতি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফিরতে পারায় সোনালীর বেশ প্রশংসা করেন একসময় ২২ গজে বল হাতে ঝড় তোলা শোয়েব আখতার। তিনি মনে করেন, সোনালীর ক্যান্সারের বিরুদ্ধে শক্ত লড়াই পৃথিবীর অনেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়।
পাকিস্তানের বল হাতে ক্যারিয়ারে ৪৬ টেস্টে ১৭৮ উইকেট রয়েছে শোয়েব আখতারের ঝুলিতে। আর ১৬৩ ওয়ানডেতে তার শিকার ২৪৭ উইকেট।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status