বাংলারজমিন

আশুলিয়ায় ৩ মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- শেখ সদর আলী (৬১) ও আলমগীর হোসেন (২৮)। এর মধ্যে শেখ সদর আলী নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে ও আলমগীর হোসেন সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে। সাভার হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী জিরানীর দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। অন্যদিকে সাভারের বিরুলিয়া এলাকায় তুরাগ নদের তীর থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১২টার দিকে বিরুলিয়ার তামান্না পার্কের পেছনে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status