বাংলারজমিন

প্রশংসিত রংপুরের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

সফলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সকলের হৃদয়ে স্থান করে নিলেন রংপুরের বিদায়ী জেলা প্রশাসক এনামুল হাবীব। গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন কার্যালয়ে সমানতালে চলছে এ জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা। সর্বস্তরের মানুষজন বলছেন জনসেবক চলে যাচ্ছেন রংপুর থেকে। জেলা প্রশাসক এনামুল হাবীব গত ২০১৮ সালের ২৫শে ফেব্রুয়ারি রংপুর জেলা প্রশাসক (ডিসি) পদে দায়িত্ব গ্রহণ করে রংপুরের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়েন। রংপুরের বড় সমস্যা শ্যামাসুন্দরী খাল খননের উদ্যোগ, সুরভী উদ্যান সংস্কার ও আধুনিকায়ন, শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল-২ এর প্রস্তাব, হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ, পীরগঞ্জ নীলদরিয়ার পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে অর্থ বরাদ্দ পান। এ ছাড়া রংপুরে শিক্ষিত অনেক বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানসহ সাম্প্রতিককালে আদিবাসীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে ৩০ জনকে উত্তরা মোটরস্‌-এ চাকরি প্রদান করে প্রশংসিত হয়েছেন। এরপর তিনি প্রায় দেড় বছর রংপুরের ডিসি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। রংপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি তার ছিল সমান আন্তরিকতা। কেউ সমস্যার জন্য এসে জেলা প্রশাসকের সহযোগিতা না পেয়ে ফিরে যাননি। তিনি সকলকে হাসিমুখে তার সাধ্যের মধ্যে সহযোগিতা করেছেন। আর এ কারণে তিনি রংপুরবাসীর মনে স্থান করে নিয়েছেন। উল্লেখ্য, সিলেটের হবিগঞ্জের বাসিন্দা জেলা প্রশাসক এনামুল হাবীব।

কর্মজীবনে তিনি এর আগে ২০১৪ সালের পহেলা জানুয়ারি সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে কর্মরত ছিলেন। এনামুল হাবীব ১৯৯৮ সালের ২২শে ফেব্রুয়ারি বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গাজীপুর জেলা প্রশাসনে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিদায়ী রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status