বাংলারজমিন

‘ডিসপ্লের মাধ্যমে সিলেটে আগত পর্যটকদের তথ্য জানাবে সিসিক’

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ জুন ২০১৯, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

 সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পর্যটন নগরী সিলেটের প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় নগরের আবহাওয়া, তাপমাত্রা সংবলিত ডিজিটাল এলইডি ডিসপ্লের মাধ্যমে পর্যটকদের তথ্য জানানোর ব্যবস্থা করছে সিটি করপোরেশন। তিনি গতকাল দুপুরে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ইসলামিক রিলিফ আয়োজিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফের প্রকল্প সমন্ময়কারী রিয়াজ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে মেয়র আরো বলেন, নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে সিটি কাউন্সিলরদের সহযোগিতা প্রয়োজন। সেমিনার থেকে ইসলামী রিলিফের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় ও তাদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে সাতজন কাউন্সিলরদের দিয়ে একটি কমিটি গঠন করে দেন মেয়র। কমিটির সদস্যরা হলেন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, রাশেদ আহমদ, আব্দুল মুহিত জাবেদ, সোহেল আহমদ রিপন, এসএম সওকত আমীন তৌহিদ, মহিলা কাউন্সিলর শাহানারা বেগম ও কুলসুমা বেগম পপি। সেমিনারে সিসিকের কাউন্সিলর ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও ইসলামী রিলিফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য দেন।


জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আলোচনা সভা
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আগামী শনিবারের ঈদপুনর্মিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে গতকাল নগরীর সোবহানীঘাটস্থ সিলেট ট্রেডসেন্টার ভেজিটেবল মার্কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ শেখ মো. মকন মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আলহাজ আতিকুর রহমান, মুফতি নেহাল উদ্দিন, সহসাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, শাহ আহদুদুর রহমান, সুহেল আহমদ সাহেল, সাংগঠনিক সম্পাদক এইচ.এ তাফাদার রুহেল, সহসাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, সংগঠনের পৃষ্টপোষক মো. ছাদ মিয়া, সাংস্কৃতিক সম্পাদক ও হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. পংকি মিয়া জালালী, সহসাহিত্য সম্পাদক ইমাম উদ্দীন কামাল, ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান লিলু, প্রচার সম্পাদক সরোজ ভট্টাচার্য, সদস্য মো. দবির মিয়া, মো. ইসলাম আলী, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সুমন ইসলাম, অর্থ সম্পাদক মো. কয়ছর আলী, মো. আফরোজ আলী, মো. আজম আলী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়জুল হক কামাল, পৃষ্টপোষক মো. হোসাইন আহমদ, মো. মাসুদ আহমদ, মো. ময়নুল হক প্রমুখ।

বরেণ্য আলেম ফখরুদ্দীন আর নেই
সিলেটের বরেণ্য আলেমে দ্বীন সদর উপজেলার জামেয়া আরাবিয়া ইসলামিয়া দনুকান্দি মাদরাসার শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দীন সাদিক আর নেই। তিনি বৃহস্পতিবার সকাল ৭টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সিলেট জেলা জমিয়তে প্রচার সম্পাদক মাওলানা ছালেহ আহমদ শাহবাগী জানান, মাওলানা ফখরুদ্দীন সাদিক দীর্ঘদিন থেকে হৃদযন্ত্রজনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাওলানা ফখরুদ্দীন সাদিকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়নের বাহাদুরপরু টিকরপাড়া গ্রামে। মরহুম মাওলানা ফখরুদ্দীন সাদিক এর নামাজে জানাজা বৃহস্পতিবার বিকালে বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর জালালিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে দাফন করা হয়। মাওলানা ফখরুদ্দীন সাদিক জমিয়তে উলামায়ে ইসলাম বিয়ানীবাজার উপজেলার সহসভাপতির দায়িত্বে ছিলেন। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর থেকে প্রথম দাওরায়ে হাদিস কৃতিত্বের সঙ্গে পাস করেন। তিনি ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হোসাইনিয়া জামেয়া কাসিমূল উলুম মেওয়া মাদরাসাসহ সিলেটের বিভিন্ন মাদরাসার শায়খুল হাদিস ও মুহাদ্দিস হিসেবে শিক্ষকতা করেছেন।

সাবেক শিল্পমন্ত্রীকে সংবর্ধনা
বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ১৪ দলের শীর্ষনেতা, সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য দুর্নীতিমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা। সকল দেশপ্রেমিক তাকে সহযোগিতা করা উচিত। তিনি ধানসহ সকল কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণ এবং শিল্প শ্রমিক, প্রান্তিক কৃষক ও ভূমিহীনসহ অসহায়দের পূর্ণ রেশনিং প্রথা চালু করার জোর দাবি জানান। তিনি এ ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় নাগরিক কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি গত বুধবার লালাবাজার ইউনিয়নের বাখরখলা দশহাল হারুন মিয়ার বাড়িতে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দুর্নীতি ছড়িয়ে পড়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলতে সকলকে কাজ করার আহবান জানান। নাগরিক কমিটির সভাপতি মাস্টার বারিক মিয়া ও হাজী আব্দুন নূর এর পৃথক পৃথক সভাপতিত্বে এবং দৈনিক সিলেট বাণীর দক্ষিণ সুরমা প্রতিনিধি, সিলেট বিভাগ গণদাবি পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শামীম আহমদ তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা শাহ জামাল আহমদের যৌথ পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।


যুবলীগ নেতাকে হত্যার হুমকি
সিলেট মহানগর যুবলীগের অন্তর্ভুক্ত ২৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে তিনি মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গত ৩১শে মে তাকে হত্যার এই হুমকি প্রদান করেন দক্ষিণ সুরমা থানার ৪নং কুচাই ইউনিয়নের মৃত আফতাব আলীর ছেলে জাহাঙ্গীর ও মৃত আসিদ উল্লাহর ছেলে উসমান মিয়া সহ অজ্ঞাতনামা আরো ১০-১২ সন্ত্রাসী সঙ্গে নিয়ে আব্দুল আহাদের বসত বাড়িতে এসে এই হুমকি প্রদান করে। জিডি সূত্রে জানা যায়, জাহাঙ্গীরের নামে মোগলাবাজার থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার ওপর বিভিন্ন মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status