ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

শ্রীলঙ্কার টিকে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার

২১ জুন ২০১৯, শুক্রবার, ৮:৫৮ পূর্বাহ্ন

৫ ম্যাচে ৪ পয়েন্ট। বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের ১০ দলের মধ্যে শ্রীলঙ্কার অবস্থান ষষ্ঠ । সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করতে হলে থাকতে হবে শীর্ষ চারে। কিন্তু লঙ্কানদের পারফরম্যান্স মোটেও ভালো যাচ্ছে না। দুর্বল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয়টিও ছিল কষ্টসাধ্য। অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে মোটেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি ১৯৯৬’র চ্যাম্পিয়নরা। আর আজ বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। লিডসের হেডিংলিতে টিকে থাকার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। ৫ ম্যাচে ৪ জয়ে সেমির পথে অনেকখানিই এগিয়ে আছে স্বাগতিকরা।
ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যানে ইংল্যান্ড-শ্রীলঙ্কা সমানে সমান। ইংলিশদের জয় ৩৬ ম্যাচে, ৩৫ ম্যাচ জিতেছে লঙ্কানরা। বিশ্বকাপে ১০ দেখায় ইংল্যান্ডের ৬ জয়ের বিপরীতে শ্রীলঙ্কা জিতেছে ৪টি। শেষ ৩ দেখায় আবার জিতেছে শ্রীলঙ্কা। এর মধ্যে গত দুই আসরে লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা জিতেছিল ১০ উইকেটে। ২০১৫ বিশ্বকাপে ৩০৯ রান তুলেও ৯ উইকেটে পরাজিত হয় ইংল্যান্ড। চার বছরের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। ইংল্যান্ড এখন ওয়ানডের ১ নম্বর দল, শ্রীলঙ্কা নবম স্থানে। আজ হেডিংলিতে ইংল্যান্ড হট ফেবারিট, শ্রীলঙ্কা আন্ডারডগ। বিশ্বকাপে নিজেদের ৫ ম্যাচের ৪টিতেই তিনশোর্ধ্ব দলীয় রান তুলে ইংল্যান্ড। গত ম্যাচে তো আফগানিস্তানের বোলারদের কাঁদিয়ে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা।
অধিনায়ক এউইন মরগানের কথা আলাদা করেই বলতে হবে। এবারের আসরে নিজের প্রথম সেঞ্চুরিটা তিনি পূর্ণ করেন মাত্র ৫৭ বলে। ১৭ ছক্কা হাঁকিয়ে গড়েন এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। ম্যাচটিতে ৩৯৭ সংগ্রহ করে ইংল্যান্ড। যা এবারের বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ। সাদামাটা ব্যাটিং লাইনআপ নিয়ে তাদেরকে হারানো শ্রীলঙ্কার জন্য অনেক কঠিন হবে। বিশ্বকাপে নিজেদের ৫ ম্যাচের কোনোটিতেও তিনশোর ঘর ছুঁতে পারেনি লঙ্কানরা। প্রতিটি ম্যাচেই অলআউট হয়েছে তারা। দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিছু রান পেলেও মিড অর্ডার একেবারেই ব্যর্থ। ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের শুরুটা কতই না চমৎকার ছিল। ওপেনিং জুটিতে ১৫ ওভারে ১১৫ রান। সেখান থেকে কিনা ২৪৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ ৭ উইকেট তারা হারায় মাত্র ৬১ রানে। ওই ম্যাচের হারের পর সংবাদ সম্মেলনেই আসেনি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, লিডসে আজ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আকাশে মেঘ থাকবে। চলতি আসরে প্রথমবার হেডিংলিতে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ এ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ৩৫১ রান তুলে ইংল্যান্ড। ম্যাচটি তারা জিতেছিল ৫৪ রানে।



পরিসংখ্যানে ইংল্যান্ড-শ্রীলঙ্কা
মুখোমুখি ইংল্যান্ডের জয় শ্রীলঙ্কার জয় টাই/ফল হয়নি
৭৪ ৩৬ ৩৫ ১/২
বিশ্বকাপে মুখোমুখি ইংল্যান্ডের জয় শ্রীলঙ্কার জয়
১০ ৬ ৪
দলীয় সর্বোচ্চ
দল স্কোর ভেন্যু সাল
শ্রীলঙ্কা ৩৬৬/৬ কলম্বো ২০১৮
ইংল্যান্ড ৩৩৩/৯ টনটন ১৯৮৩
*দুই দলের দ্বিপক্ষীয় লড়াইয়ে ১৭ বার তিনশো ছাড়ানো স্কোর হয়েছে। এর মধ্যে সর্বাধিক ১১ বার তিনশোর বেশি রান করেছে শ্রীলঙ্কা।
দলীয় সর্বনিম্ন
দল স্কোর ওভার ভেন্যু সাল
শ্রীলঙ্কা ৬৭ ২৪.০ ম্যানচেস্টার ২০১৪
ইংল্যান্ড ৮৮ ৪৬.১ ডাম্বুলা ২০০৩
সর্বোচ্চ ম্যাচ অ্যাগ্রিগেট
রান উইকেট ওভার বিজয়ী দল ভেন্যু সাল
৬৪৫ ৯ ৮৭.৩ শ্রীলঙ্কা লিডস ২০০৬
সর্বনিম্ন ম্যাচ অ্যাগ্রিগেট
রান উইকেট ওভার বিজয়ী দল ভেন্যু সাল
১৪০ ১০ ৩৬.১ ইংল্যান্ড ম্যানচেস্টার ২০১৪
১৭৭ ১০ ৬০ শ্রীলঙ্কা ডাম্বুলা ২০০৩
রানের ব্যবধানে বড় জয়
জয়ী রান লক্ষ্য ভেন্যু সাল
শ্রীলঙ্কা ২১৯ ৩৫২ কলম্বো ২০১৮
ইংল্যান্ড ১২৮ ২২৮ পার্থ ১৯৯৯
উইকেটের ব্যবধানে বড় জয়
জয়ী উইকেট লক্ষ্য ভেন্যু সাল
শ্রীলঙ্কা ১০ ১৬৬ কলম্বো ২০০১
ইংল্যান্ড ১০ ১৭১ নটিংহ্যাম ২০১১
রানের ব্যবধানে ছোট জয়
জয়ী রান লক্ষ্য ভেন্যু সাল
শ্রীলঙ্কা ২ ২৩৬ নর্থ সাউন্ড ২০০৭
ইংল্যান্ড ৫ ২১২ কলম্বো ১৯৮২
সর্বাধিক রান
খেলোয়াড় ম্যাচ রান গড় সর্বোচ্চ ১০০/৫০
সাঙ্গাকারা ৪৪ ১৬২৫ ৪৭.৭৯ ১৩৪* ৪/১১
জয়াবর্ধনে ৪৭ ১৫৬২ ৪০.০৫ ১৪৪ ৫/৮
জয়সুরিয়া ৩৫ ১১৯৫ ৩৭.৩৪ ১৫২ ৪/৩
জো রুট ২৪ ৯৭১ ৫৭.১১ ১২১ ২/৬
দিলশান ৩৪ ৯৬৬ ৩৪.৫০ ১০৮* ২/৫
সর্বাধিক উইকেট
খেলোয়াড় ম্যাচ উইকেট গড় সেরা
লাসিথ মালিঙ্গা ২৯ ৪৪ ২৮.২০ ৫/৪৪
দিলহারা ফার্নান্দো ১৬ ৩৬ ২০.০৫ ৬/২৭
জেমস অ্যান্ডারসন ২৪ ৩৪ ২৬.৯৭ ৪/১৮
চামিন্দা ভাস ৩০ ৩২ ৩৫.০৩ ৩/১৩
সনাৎ জয়াসুরিয়া ৩৫ ৩২ ৩৫.৬৮ ৬/২৯
*শ্রীলঙ্কার বর্তমান খেলোয়াড়দের মধ্যে থিসারা পেরেরা ১৪ ম্যাচে ৭ ও নুয়ান প্রদীপ ৮ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। আর ইংল্যান্ডের ডানহাতি পেসার লিয়াম প্লাঙ্কেট ১১ ম্যাচে ১৪, লেগস্পিনার আদিল রশিদ ১০ ম্যাচে ১২ ও মঈন আলী ১৬ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status