বাংলারজমিন

জগন্নাথপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে জরিমানা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২১ জুন ২০১৯, শুক্রবার, ৮:৫৫ পূর্বাহ্ন

 সুনামগঞ্জের জগন্নাথপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ওষুধ ও পণ্য রাখার দায়ের দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার সৈয়দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনোয়ার মিয়ার মালিকাধীন রুমেন রেস্টুরেন্ট থেকে তিন হাজার টাকা ও জীবন চৌধুরীর জেএসসি মেডিকেল থেকে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) ইয়াসির আরাফাত বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য রাখায় দুই ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছয়হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status