দেশ বিদেশ

মারা গেলেন বরগুনার অগ্নিদগ্ধ সেই গৃহবধূ

বরগুনা প্রতিনিধি

২১ জুন ২০১৯, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

বরগুনার পাথরঘাটায় সাবেক স্বামীর দেয়া আগুনে দগ্ধ গৃহবধূ সাজেনূর বেগম (৩০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মেয়ে সখিনা আক্তার কারিমা (১০) মারা যান। পারিবারিক কলহের জেরে গত ১৩ জুন গভীর রাতে মা ও সৎ মেয়ের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় সাবেক স্বামী মো. বেলাল হোসেন। এ ঘটনায় মেয়ে কারিমা ঘটনাস্থলে নিহত হয় এবং মা সাজেনূর বেগম (৩০) পুড়ে ৮০ ভাগ দগ্ধ হয়েছিলেন। সাজেনূর পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আব্দুল মালেকের মেয়ে। এই ঘটনার পর দিন সকালে সাবেক স্বামী বেলাল হোসেনও (৩৫) আমগাছের ডালে ঝুলে আত্মহত্যা করেন। দগ্ধ সাজেনুরের চাচাতো ভাই মো. ইব্রাহিম জানান, বেল্লাল হোসেনের সঙ্গে প্রায় দেড় বছর আগে সাজেনূরের দ্বিতীয় বিয়ে হয়। তার বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছকিনা এলাকায়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় পর্যায় একাধিকবার সালিশ বৈঠক হয়। এছাড়া বেলাল প্রায় সময়ই কারিমাকে পুড়িয়ে মারার হুমকি দিতো। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার পর সাজেনূরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়। সাজেনূরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ১৪ই জুন তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status