বিনোদন

বিশ্ব সংগীত দিবস আজ

স্টাফ রিপোর্টার

২১ জুন ২০১৯, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন

বিশ্ব সংগীত দিবস আজ। বাংলাদেশসহ বিশ্বের ১০৮টি দেশে এ দিবসটি পালন করা হয়। তবে সংগীত দিবসের উদ্ভব হয় ফ্রান্সে। বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী এ মিউজিক উৎসব ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ  নেয়। আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় এ দিনটি পালন করা হয়। বাংলাদেশেও এ দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া বিভিন্ন শিল্পী ও সংগীতসংশ্লিষ্টরা এ দিবসটি আজ পালন করবে নানা আয়োজনে। প্রসঙ্গত, সংগীতের সর্বজনীন রূপকে আন্তর্জাতিকভাবে বরণ করতেই ২১শে জুন পালন করা হয় বিশ্ব সংগীত দিবস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status