বাংলারজমিন

টুকরো খবর

২১ জুন ২০১৯, শুক্রবার, ৮:৪৬ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে জুয়া খেলা নিয়ে সংঘর্ষ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুজন রক্তাক্ত জখম হয়েছেন। গত বুধবার রাত ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে। এই সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ডলুছড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে গফুর আলী (২৪) ও একই গ্রামের সালমা আক্তার স্বামী জুলকাছ মিয়া। গফুর আলীর মাথায় ও পায়ে দায়ের কোপ থাকায় রাতেই মৌলভীবাজার ২৫০ সদর সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়। জানা যায়, বেশ কিছু দিন যাবত ডলুছড়া ও আশপাশের এলাকায় সন্ধ্যা পর অবৈধ জুয়া, মদ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলে আসছিলো। আহত গফুর আলী জানান, তিনি এসব অপকর্মের প্রতিবাদ করলে ডলুছড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে জসিমের নেতৃত্বে মাসুক মিয়া, সুহেল মিয়া, রাশিদ মিয়াসহ আরো ৫/৭ জন তার উপর হঠাৎ দা ও লাঠি দিয়ে হামলা করে। এতে তার মাথায় ও পায়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তবে এ ঘটনা জসিম অস্বীকার করে জানান, গফুর আলীই তার লোকজন নিয়ে মহিলা সালমা আক্তার এর হাতে আঘাত করে। এ ঘটনার সময় তিনি তার দোকানে অবস্থান করছিলেন বলেও দাবি করেন তিনি। শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক বাসু কান্তি জানান, দুপক্ষই থানাতে এসেছিল মামলা করতে। মারামারির ঘটনায় দুজন আহত হয়েছেন, একজনের ইনজুরি মারাত্মক। ওসি স্যার আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।
চৌদ্দগ্রামে দুই ব্যক্তির লাশ উদ্ধার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াপাড়ায় জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ ও সুজাতপুর এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে সিরিঞ্জ ফ্যাক্টরির পাশ থেকে উদ্ধার করা ব্যক্তিকে (৩৬) অন্য জায়গায় হত্যা শেষে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সুজাতপুর এলাকা থেকে উদ্ধার ব্যক্তি (২২) দ্রুতগামী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হোসেন জানান, লাশ দুটি উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহারে অভিভাবক সমাবেশ
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার ড্যাফোডিলস্‌ হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. বেলায়েত হোসেন। প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেন বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতে মানুষের মতো মানুষ হয় সেই লক্ষ্য নিয়েই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের সন্তানরা সুশিক্ষা গ্রহণ করে একদিন এ দেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দিবে। আমরা আমাদের শিক্ষার্থীদের শুধু একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলি না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। কারণ নৈতিক শিক্ষাই পারে একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও তাদের সকল অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মিষ্টি মুখ করানো হয়।
মাধবপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দশম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে গত বুধবার রাতে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ জনসহ ৪ জনের নামে মামলা দায়ের করেন। ধর্ষিতার ২২ ধারা জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং বিচারিক আদালতে নেয়া হয়েছে। এর সত্যতা নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুর্শেদ আলম জানান, আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ রাত থেকেই বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে পড়ার ঘরে জানালা ভেঙে অস্ত্রের ভয় দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে দুই লম্পট।
চাটখিলে ৬ দিনব্যাপী ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল কামিল মাদরাসা ভেন্যুতে ১৫ জুন থেকে ২০শে জুন পর্যন্ত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ৬ দিনব্যাপী আইসিটি বিষয়ক ইন হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল দুপুর ১টায় চাটখিল কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মফিজুল ইসলামের সভাপত্বিতে মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), শান্তনু কুমার দাস। এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনাজের রশিদ, প্রশিক্ষক মামুন হোসেন, আবদুল হান্নান শাকুর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ।
দলিল লেখক সমিতির নির্বাচনের
তফসিল ঘোষণা
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: গতকাল হালুয়াঘাট দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-১৯ এর তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম এ তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ তারিখ ২২শে জুন, জমা দেয়ার শেষ তারিখ ২৪শে জুন, ২৫শে জুন যাচাই-বাছাই, ৩রা জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
জানা যায়, হালুয়াঘাট সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকগণ যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের অংশগ্রহণে আগামী ২০শে জুলাই হালুয়াঘাট দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের মোট ১৩টি পদের অনুকূলে নির্বাচন অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status