বাংলাদেশ কর্নার

সৌম্যই পারলেন

বিশ্বকাপ ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৮:০৫ পূর্বাহ্ন

আগাগোড়ায় ব্যাটসম্যান হিসেবেই চেনেন সবাই। শুধু ব্যাটসম্যান বললে ভুল হবে। টাইগার শিবিরের ঝড়ো ব্যাট করাদের একজন তিনি। সৌম্য সরকার। যাকে নিয়ে ক্যারিয়ারের শুরুতে শুধু সমালোচনাই ছিল। তবে তিল তিল করে তৈরি করা এই সৌম্য এখন সবার প্রিয়। তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হিসেবে এখন অনেকটাই স্থায়ী হয়ে গেছেন তিনি। তবে সৌম্য যে পার্টটাইম বোলার তা অনেকেরই জানা। দলের প্রয়োজনে কাপ্তান মাশরাফি তার হাতে তুলে দেন বল। আস্থার প্রতিদান দেন সৌম্য।

ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ^কাপের ২৬তম ম্যাচ খেলতে নেমে অজি ব্যাটসম্যানদের কাছে অনেকটা অসহায় হয়ে পড়েছিলেন বাংলাদেশি বোলাররা। কোনোভাবেই যেন নিয়মিত বোলারদের কোনো কারিশমা কাজে আসছে না। ঠিক তখনই মাশরাফি সৌম্যের হাতে তুলে দিলেন বল। বিশ^াস ছিল কেউ যখন পারছে না সৌম্য পারবে। পারলেন সৌম্য। প্রথম ওভারে হাফ সেঞ্চুরি করা অ্যারন ফিঞ্চের বিদায়ের ঘণ্টা বাজান। এখানেই থেমে থাকেননি এই পার্টটাইম সফল বোলার। অস্ট্রেলিয়ার আরো দুই ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখিয়ে দেন। দেড় শতাধিক করা ডেভিড ওয়ার্নার ও শতরানের পথে হাঁটা উসমান খাজাকে মাঠছাড়া করেন তিনি। যা মাশরাফি, সাকিব, রুবেল মোস্তাফিজরা কেউ করতে সক্ষম হননি। ব্যাটিংয়ের পাশাপাশি এর আগে ভারতের বিপক্ষেও বল করে একটি উইকেট শিকার করেন সৌম্য। এ নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা হলো ৪।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status