অনলাইন

এমপি রানার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

অনলাইন ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১:০৩ পূর্বাহ্ন

যুবলীগের দুই নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ এই আবেদন করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, সাবেক এমপি রানার জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করা হয়েছে। আমরা সরাসরি তার জামিন স্থগিত চেয়েছি।

এর আগে গতকাল বুধবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জামিন দেন হাইকোর্ট। এদিন জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট  বেঞ্চ এ রায় দেন।

পরে রানার আইনজীবী মনসুরুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলাতেও তিনি জামিনে আছেন। এখন আরেক মামলায় জামিন  পাওয়ায়  কারাগার থেকে মুক্তি পেতে তার আর কোন বাধা রইল না।

২০১২ সালের ১৬ই জুলাই মাসে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের  নেতা শামীম ও মামুন তাদের বাড়ি থেকে মোটরসাইকেলে টাঙ্গাইল শহরে আসার পর নিখোঁজ হন। ঘটনার পরদিন শামীমের মা আছিয়া খাতুন টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২০১৩ সালের ৯ই জুলাই নিখোঁজ মামুনের বাবা টাঙ্গাইল আদালতে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ওই বছর ২১শে সেপ্টেম্বর মামলাটি তালিকাভূক্ত করে। এই মামলায় গ্রেপ্তার তিন আসামি- জাহিদ, শাহাদাত হোসেন ও হিরন মিয়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে গত বছর আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা উল্লেখ করেন এমপি আমানুর রহমান খান রানার নির্দেশেই শামীম ও মামুনকে হত্যা করা হয়। পরে এই দুইজনের লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয়।

অন্যদিকে আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন এমপি রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত।

এ মামলায় ২০১৭ সালের ৩রা ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ওই বছরের ৬ই সেপ্টেম্বর দণ্ডবিধির ৩০২/ ১২০/৩৪ ধারায় সংসদ সদস্য রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করেন আদালত। এখন মামলাটি সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status