খেলা

চার বছর আগের স্মৃতি ফিরে এলো: ডু প্লেসি

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১২:৩৭ অপরাহ্ন

নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। বুধাবর নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে হার দেখে দক্ষিন আফ্রিকা। হারের পর প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, ‘ড্রেসিং রুমে কষ্টে ছায়া নেমে এসেছে। চার বছর (২০১৫ বিশ্বকাপ) আগে অনুভ’তি হচ্ছিলো। মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলেছি। নিউজিল্যান্ড আমাদের থেকে ভালো খেলেছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে হাশিম আলমা (৫৫) ও ফন ডার ডুসেনের (৬৭) অর্ধশতকে ২৬০ রানের পুজি পায় প্রোটিয়ারা। জাবাবে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের (১০৬) অপরাজিত সেঞ্চুরিতে ৩ বল হাতে রেখেই জয় তুলে নেই কিউইরা। ম্যাচ শেষে ডু প্লেসি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ২৬০/২৭০ রান। আমরা সেখানেই পিছিয়ে গেছিলাম। কিন্তু আমরা ভালো বল করেছি। কেন উইলিয়ামসন দারুন খেলেছে। সে উইকেটে অপেক্ষা করেছে হিট করার জন্য। কেন উইলিয়ামসনের সেঞ্চুরিটাই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে।’

এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ তেমন কিছু করে দেখাতে পারেনি। এনিয়ে ডু প্লেসি বলেন, ‘আপনি যদি আমাদের ব্যাটিং লাইনআপ দেখেন। তাহলে দেখবেন। অন্য দলের ব্যাটং লাইনআপের থেকে আমাদের ব্যাটিং লাইনআপ ততটা অভিজ্ঞ নয়। কিন্তু হ্যা, আমাদের ব্যাটিং অন্যদের চেয়ে ভালো। আমরা শুধু বড় স্কোর করতে পারছি না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status