বাংলারজমিন

হবিগঞ্জ পৌরসভার সোয়া ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ১০:০২ পূর্বাহ্ন

নতুন কোনো করারোপ ছাড়াই ২০১৯-২০ অর্থবছরের জন্য হবিগঞ্জ পৌরসভার সোয়া ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। গতকাল সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন তিনি। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৮৫ কোটি ২২ লাখ ৯৩ হাজার ৭৭৩ টাকা, ব্যয় দেখানো হয়েছে ৮৩ কোটি ৩৬ লাখ ৪৮ হাজার ৭৩৬ টাকা। উদ্বৃত্ত রয়েছে ১ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৩৭ টাকা। পৌরসভার নিজস্ব খাতে মোট আয় রয়েছে ৮ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা, ব্যয় রয়েছে ৮ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৭৩৬ টাকা। উন্নয়ন খাতে আয় রয়েছে ৭৬ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭৭৩ টাকা, ব্যয় রয়েছে ৭৪ কোটি ৫৮ লাখ টাকা। ইউজিপ-৩ এর আওতায় আসছে অর্থবছরে ১৮ কোটি টাকার রাস্তা উন্নয়ন, ১৫ কোটি টাকার ড্রেন উন্নয়ন, ডাম্পিং স্পটের জমি অধিগ্রহণ ১ কোটি টাকা, ৩ কোটি টাকার ৪র্থ ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান্ট, এক কোটি টাকার কিবরিয়া অডিটরিয়াম সংস্কার, ২ কোটি টাকার পানির মিটার স্থাপন, ১০ কোটি টাকার পৌর শপিং মল নির্মাণ যা বাস্তবায়ন হবে পানি উন্নয়ন বোর্ডের সামনে, এক কোটি টাকার কাঁচামাল বাজার মার্কেট নির্মাণ, ২ কোটি টাকার মদন মোহন বাজার মার্কেট নির্মাণ, ৫ কোটি টাকা ব্যয়ে পুরাতন পৌরসভায় ল চেম্বার, বাসস্থান ও মার্কেট নির্মাণ ও ১০ কোটি টাকা ব্যয়ে পৌর কিচেন মার্কেটের ঊর্ধ্বমুখী সমপ্রসারণের কাজ। বিএমডিএফের আওতায় রয়েছে এক কোটি টাকা ব্যয়ে ভূমি প্রাপ্তি সাপেক্ষে পৌর শিশুপার্ক নির্মাণ ও ২ কোটি টাকা ব্যয়ে ভূমিপ্রাপ্তি সাপেক্ষে পৌর ট্রাক টার্মিনাল নির্মাণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আবুল হাসিম, মো. জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মো. আলমগীর, শেখ, মো. উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মো. ফয়েজ আহমেদ প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status