খেলা

রোমান সানা-জামাল ভূঁইয়াদেরও মনে রেখেছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

ব্যাটে-বলে তুখোড় ফর্মে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সময় কাটছে তারও । আর নিজের ব্যস্ততার মধ্যেও দেশের অন্য খেলার কথা ঠিকই মনে রেখেছেন সাকিব। সদ্য দেশকে সাফল্য এনে দেয়া রোমান সানা ও জামাল ভূঁইয়াদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের  বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছেন রোমান সানা। নিশ্চিত করেছেন ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ। আর প্রাক বাছাইয়ে লাওসকে হারিয়ে বাংলাদেশ ফুটবল দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল বাছাইপর্বে। সাকিব আল হাসান দারুণ খুশি ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এসব সাফল্যে। নিজের ফেসবুক পেজে রোমান সানা আর জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছিল সাকিববন্দনা। এরই মধ্যে সাকিব নিজে মঙ্গলবার বিকালে জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। জামাল ভূঁইয়া, রবিউলদের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে খেলা নিশ্চিত করায় উজ্জীবিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন।’ বাংলাদেশ বিশ্বকাপের মূল বাছাইপর্ব নিশ্চিত করে গত ১১ জুন ঢাকায় লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করে। প্রথম লেগে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে ১-০ গোলে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ১-০ এগ্রিগেটে এগিয়ে মূল বাছাইপর্বের টিকিট পায় বাংলাদেশ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আকাশে নতুন তারা হিসেবে আবির্ভাব হয়েছে রোমান সানার। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জয় করেছেন দেশসেরা এই আর্চার। বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় এটি বাংলাদেশের প্রথম পদক। এটি রোমানকে এনে দিয়েছে আরও একটি দুর্দান্ত অর্জনও। ২০২০ টোকিও অলিম্পিকে তিনি সরাসরি অংশ নেবেন। আর রোমান সানাকে অভিনন্দন বার্তায় ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, ‘অভিনন্দন, রোমান সানা! প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ মেডেল জয় করার পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে আমাদের গর্বিত করায় অসংখ্য ধন্যবাদ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status