খেলা

মানাংকে ৫ গোলে বিধ্বস্ত করে দ্বিতীয় রাউন্ডের পথে আবাহনী

স্পোর্টস রিপোর্টার

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডের পথে এক পা দিয়ে রাখলো ঢাকা আবাহনী। নেপালের ক্লাব মানাং মার্সিয়াংদিকে গুঁড়িয়ে গ্রুপ পর্বের বাধা পাড়ি দেয়ার সম্ভাবনা উজ্জ্বল করেছে আকাশি-নীলরা। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মহাদেশীয় এই প্রতিযোগিতার ‘ই’ গ্রুপের ম্যাচে মানাংকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ঢাকা আবাহনী। একই ক্লাবকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে এএফসি কাপের এবারের অভিযান শুরু করেছিল কোচ মারিও লেমোসের শিষ্যরা। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে আবাহনী। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারতের চেন্নাইন এফসি। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে একই দেশের মিনার্ভা পাঞ্জাব। ২ পয়েন্ট নিয়ে তলানিতে মানাং। এদিন ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে নেয় তারা। পুরো ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় আবাহনী। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রাখে তারা। মানাংয়ের গোলমুখে মোট ৩৪টি শট নেয় দলটি। যার ১১টিই ছিল লক্ষ্যে। যার ফল তারা পেয়ে যায় খেলা শুরুর মাত্র ১১ মিনিটেই। সানডের প্লেসিং শট ফেরাতে যান মানাংয়ের শহীদ আজিজ। কিন্তু তার কাছ থেকে বল কেড়ে নিয়ে গোল করেন নাবীব নেওয়াজ জীবন (১-০)। ২০ মিনিটে বক্সের ৪০ গজ দূর থেকে সুজল শ্রেষ্ঠার লম্বা শট। আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল ধরতে গিয়েও হাত ফস্কে ফেলে দেন। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় তা লুফে নেন। প্রথমার্ধের শেষ সময়ে ব্যবধান দ্বিগুণ করেন কার্ভেন্স বেলফোর্ট। মাঝ মাঠ থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় গোল করেন এই হাইতিয়ান (২-০)। বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন উইঙ্গার জুয়েল রানা। এরপর ৭৫তম মিনিটে মানাংয়ের জাল কাঁপান নাইজেরিয়ান স্ট্রাইকার সানডে চিজোবা। আর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অতিথিদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মিডফিল্ডার মামুনুল ইসলাম।
এদিনই ্তুই্থ গ্রুপে দিনের আগের ম্যাচে মিনার্ভা পাঞ্জাব ও চেন্নাইন এফসি পয়েন্ট ভাগভাগি করে মাঠ ছাড়ে। দুই ভারতীয় ক্লাবের ম্যাচ শেষ হয় ১-১ ব্যবধানে। এ হারে মাত্র দু’পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে নেপালের মানাং মার্সিয়াংদি। সব দলের হাতেই আর একটি করে ম্যাচ রয়েছে। ২৬ জুন গৌহাটির ইন্দিরাগান্ধী স্টেডিয়ামে শেষ ম্যাচে মিনারভা পাঞ্জাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। ওই ম্যাচে ড্র করতে পারলেই প্রথমবারের মতো এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে ঢাকা আবাহনী।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status