খেলা

মাত্র ৬ রানেই অলআউট!

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

মাত্র ৬ রান তুলেতেই অলআউট পুরো দল! এমনটাই ঘটেছে কিউবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টুর্নামেন্টে রুয়ান্ডা নারী ক্রিকেট  দলের বিপক্ষে ৬ রান তুলতে ১০ উইকেট হারিয়ে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড গড়ে মালি নারী ক্রিকেট দল। আর ৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বলেই জয় তুলে নেয় রুয়ান্ডার নারীরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ডটি ছিল চীনা নারীদের । চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের ২০৩ রানের ছুঁড়ে দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে গুটিয়ে যায় চীন নারী ক্রিকেট দল। সে ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় ১৮৯ রানে জয়ের রেকর্ড গড়ে সংযুক্ত আরব আমিরাত।
রুয়ান্ডার রাজধানী কিগালিতে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মালি নারী দল। ৯ ওভারের মাত্র ৬ রানে গুটিয়ে যায় তারা। ব্যাট হাতে মাত্র এক রান তুলতে পেরেছেন মালির ওপেনার মরিয়াম সামেক। এছাড়া কেউই রানের খাতা খুলতে পারেনি। বাকি ৫ রান এসেছে অতিরিক্ত খাত থেকে (লেগবাই-২, বাই-২ ও ওয়াইড-১)। পরে মাত্র ৭ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৪ বলেই ৮ রান তোলেন রুয়ান্ডার দুই ওপেনার অ্যান্তোনিয়েত্তে উইম্বাবাজি (২*) ও জোসেন নাইরানকুন্দিনেজা (৫*)। রুয়ান্ডায় অনুষ্ঠিত কিউবুকা নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে আইসিসির সহযোগী চার দেশ অংশ নিচ্ছে। মালি, রুয়ান্ডা ছাড়াও তানজেনিয়া ও উগান্ডা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status