দেশ বিদেশ

নুসরাত হত্যা

আসামি সিরাজকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

ফেনী প্রতিনিধি

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪১ পূর্বাহ্ন

ফেনীর সোনাগাজী মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় দুইদিনের রিমান্ডে থাকা সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ (সাসপেন্ড) সিরাজ উদ-দৌলাকে গতকাল বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মো. জাকির হোসাইন আসামি সিরাজ উদ-দৌলাকে জেলহাজাতে পাঠানোর আদেশ দেন। সন্ধ্যায় আদালত হাজতখানা থেকে সিরাজ উদ-দৌলাকে ফেনী জেলা কারাগারে নেয়া হয়। ফেনী আদালত (কোর্ট) পুলিশের পরিদর্শক (ওসি) গোলাম জিলানি জানান, মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামি সিরাজ উদ-দৌলাকে দুইদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। পরে পিবিআই রিমান্ডের প্রতিবেদন আদালতে উপস্থাপন করলে আদালত আসামি সিরাজ উদ-দৌলাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। সোনাগাজী ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে গত ২৬শে মার্চ অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা তার অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭শে মার্চ সোনাগাজী মডেল থানায় অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে আসামি করে মামলা করে। এ মামলায় গত ২৭শে মার্চ পুলিশ অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাকে গ্রেপ্তার করে। ওই মামলার পর সিরাজ উদ-দৌলার অনুসারীরা নুসরাতকে মামলাটি উঠিয়ে নেয়ার জন্য চাপ অব্যাহত রাখে। নুসরাত মামলাটি উঠিয়ে নিতে অপারগতা প্রকাশ করায় গত ৬ই এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মাদরাসা ভবনের পার্শ্ববর্তী সাইক্লোন সেল্টারের তিন তলার ছাদে নিয়ে সিরাজ উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১০ই এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত। নুসরাতের হত্যা মামলাটি পিবিআই তদন্ত করে ১৬ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status