বিশ্বজমিন

ট্রাম্পের দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারণা শুরু

মানবজমিন ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:২৪ পূর্বাহ্ন

কিপ আমেরিকা গ্রেট এগেইন- আহ্বানের মধ্যদিয়ে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে কয়েক হাজার সমর্থকের উপস্থিতিতে তিনি ঘোষণা দেন- আজ (মঙ্গলবার) রাতে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে আমার প্রতিদ্বন্দ্বিতার প্রচারণার ঘোষণা দিচ্ছি। এ সময় তিনি ফ্লোরিডাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
রিপাবলিকান দলের এই প্রার্থী প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটদের কড়া সমালোচনা করেন। বলেন, তারা এই দেশটাকে ছিন্নভিন্ন করে দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা জনগণের দ্বারা, জনগণের জন্য সরকার পুনঃপ্রতিষ্ঠা করেছি। যতদিন আপনারা এই টিমকে ক্ষমতায় রাখবেন, ততদিন আমরা চমৎকারভাবে এগিয়ে যাবো। তবে প্রাথমিকভাবে চালানো এক জরিপ বলছে, ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রার্থীদের চেয়ে অনেকখানি পিছিয়ে আছেন ট্রাম্প।
এদিন ২০১৬ সালে অবৈধ অভিবাসীদের বের করে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প, সেই ইস্যুতে ফিরে যান। তিনি সতর্ক করেন, যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত দিয়ে প্রবেশ করছে তাদেরকে বৈধতা দিতে চেয়েছে ডেমোক্রেটরা। এর একদিন আগে কয়েক লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ঘোষণা দেন ট্রাম্প। এক টুইটে তিনি এমন ঘোষণা দেন। সোমবার রাতে তিনি টুইটে বলেন, যেসব অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে আসবে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দেবে যুক্তরাষ্ট্র। এ কাজটি করবে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। এ মাসের শুরুতে আইসিই’র পরিচালক মার্ক মরগান বলেছেন, কর্তৃপক্ষ ওইসব অভিবাসীকে টার্গেট করবে যারা এরই মধ্যে প্রত্যাবর্তনের বা দেশ ছাড়ার চূড়ান্ত নির্দেশ পেয়েছেন। এক্ষেত্রে পুরো পরিবার হলেও তারা এর শিকার হবেন।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status