ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

আমলা-কোহলির মধুর লড়াই

বিশ্বকাপ ডেস্ক

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৩ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটসম্যান হাশিম আমলা। প্রয়োজন ছিলো তার ২৪টি রান। আমলা আজ বিশ্বকাপে খেলতে নেমে পেয়েও যান সেই রান। ৫৫ রানের ইনিংস খেলা আমলা এখন ৮ হাজার রান ক্লাবের সদস্য। দ্রততম রানের মাইল ফলক নিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে এক মধুর লড়াই চলে আসছে হাশিম আমলার। যদিও সেই লড়াইয়ে মোটা দাগে জয়ী হাশিম আমলা।

ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১ হাজার রানের মালিক পাকিস্তানের ফখর জামান। তার লেগেছিল ১৮ ইনিংস। আর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও হাশিম আমলার লেগেছিল ২৪ ইনিংস করে।

দ্রুততম  ২ হাজার রান হাশিম আমলা করেন ৪০ ইনিংসে। কোহলির লাগে ৫৩ ইনিংস।

দ্রুততম ৩ হাজার রান ৫৭ ইনিংসে করেন আমলা আর ৭৫ ইনিংস লাগে কোহলির।

৪ হাজার রানের ক্ষেত্রে ৮১ ইনিংস প্রয়োজন হয় আমলার আর দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ ইনিংস লাগে কোহলির।

৫ হাজার রানের রেকর্ডেও এগিয়ে আমলা। তিনি করেন ১০১ ইনিংসে আর দ্বিতীয় কোহলির লাগে ১১৪ ইনিংস।

৬ হাজার রান করেন আমলা ১২৩ ইনিংসে আর কোহলি ১৩৬ ইনিংসে।

৭ হাজার রানেও এগিয়ে আমলা। ১৫০ ইনিংসে করেন সেই রান। আর কোহলি করেন ১৬১ ইনিংসে।

তবে এক ইনিংসের জন্য পিছিয়ে পড়েন এবার আমলা। ৮ হাজার রান করেন ১৭৬ ইনিংসে। যেখানে কোহলির লাগে ১৭৫ ইনিংস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status