বাংলারজমিন

গাংনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর গ্রামে জমি দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে কাজীপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ স্বপন ও তার চাচাতো ভাই  কাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানের লোকজনের মধ্যে শরিকানা জমি দখল নিয়ে সংঘর্ষ বাধে। গতকাল সকালে আব্দুর রউফ স্বপন তার লোকজনকে নিয়ে খলিলুর রহমানের বাড়ির জমি দখল করতে যান। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকজন নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত একজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা সামান্য আহত হওয়ায় তাদের স্থানীয়ভাবে চিকিৎসাধীন দেয়া হয়। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ স্বপন জানান, আমাদের শরিকানা জমি খলিলুর রহমান ও তার আপন ২ ভাই দীর্ঘ বছর যাবৎ দখল করে আসছে। ওই জমি দখল করতে গেলে আমরা হামলার শিকার হই।
এদিকে বিএনপি নেতা খলিলুর রহমান পাল্টা অভিযোগ করে জানান, আমরা ৩ ভাই দীর্ঘ বছর যাবৎ নিজের নামে রেজিস্ট্রি  জমির উপর বসবাস করে আসছি। কিন্তু আব্দুর রউফ স্বপন ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় অবৈধভাবে জমি দখল করতে আসে। এ সময় বাধা প্রদান করতে গেলে তার লোকজন আমার বাড়িঘর ভাঙচুর করে।  
গাংনী থানার ওসি ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল পরিস্থিতি শান্ত করে। পরে পরিস্থিতি মোকাবিলার স্বার্থে ঘটনাস্থল থেকে কয়েকজনকে থানায় নেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status