বিনোদন

আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার

২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৮:০০ পূর্বাহ্ন

‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০১৯’ শুরু হচ্ছে আজ। চলবে ২৬শে জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নিচ্ছে ফ্রান্স, রাশিয়া, চীন, ভিয়েতনাম, ভারত, নেপাল ও বাংলাদেশ। এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তন জাতীয় নাট্যশালায়। সাতটি মঞ্চনাটক ও একটি নৃত্যনাট্যের পাশাপাশি উৎসবে থাকবে একটি আন্তর্জাতিক নাট্য সেমিনার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে নাট্যপ্রেমীরা এ উৎসবের নাটকগুলো উপভোগ করতে পারবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে উৎসবটি বাস্তবায়ন করছে শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট-আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।  নাটক দেখার জন্য এই ঠিকানায় অনলাইনে নাম নিবন্ধন করতে পারবেন দর্শক। িি.িরহঃবৎহধঃরড়হধষঃযবধঃৎবভবংঃনফ.পড়স
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status