অনলাইন

হোসেনপুরে চয়ন হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

১৯ জুন ২০১৯, বুধবার, ১১:৫০ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এরশাদুল হক চয়ন হত্যা মামলায় তিনজনের ফাঁসি ও সাতজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আবদুর রহীম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্তদের সবাই উপস্থিত থাকলেও একজন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর দুপুরে কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে এরশাদুল হক চয়নকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।
চয়ন উপজেলার শিবলা ইউনিয়নের চাঁনশিদলা গ্রামের জহিদুল ইসলাম রতনের ছেলে। এ হত্যাকান্ডের পর দিন নিহত চয়নের বাবা হোসেনপুর থানা একটি মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় হলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status