ইংল্যান্ড থেকে

ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে কষ্ট পেয়েছেন অ্যামব্রোস

স্পোর্টস রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ১০:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ৩২১ রান করেও ম্যাচ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সোমবার টনটনে সাকিব-লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ৫১ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। নিজ দেশের এমন পারফরম্যান্স স্টেডিয়ামে বসেই দেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেস বোলার কার্টলি অ্যামব্রোস। একটি টেলিভিশনের ধারাভাষ্যকার হিসেবে তিনি আছেন এই বিশ্বকাপের সঙ্গে। দেশের এমন পারফরম্যান্সকে পীড়াদায়ক হিসেবে উল্লেখ করেন এক সময়ের ব্যাটসম্যানদের আতঙ্ক এই পেসার। অ্যামব্রোসদের উত্তরসূরিরা এ পর্যন্ত ৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। একটি ম্যাচ বাতিল হওয়ায় পেয়েছে মোট ৩ পয়েন্ট। ১০ দলের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন সাতে। এ অবস্থা থেকে সেমিফাইনালে ওঠা খুবই কঠিন কাজ ক্যারিবিয়ানদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০৫ টেস্ট উইকেট ও ২২৫ ওয়ানডে উইকেট শিকার করা অ্যামব্রোস বলেছেন, ‘এমন পারফরম্যান্স অবশ্যই পীড়াদায়ক। দেখে কষ্ট পেয়েছি অনেক। অথচ আমরা এক সময় দীর্ঘদিন বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে ক্রিকেট শাসন করেছি। আমি সব সময়ই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে সেরা দেখতে পছন্দ করি।’ অ্যামব্রোস তার দেশের ক্রিকেটের এমন হওয়ার কোনো কারণ দেখছেন না, ‘আমাদের দেশে এখনো অনেক প্রতিভা আছে। আমাদের প্রয়োজন অবকাঠামোর উন্নয়ন। তাহলেই এ প্রতিভার পরিচর্যা করা যাবে। আমার বিশ্বাস কয়েক বছরের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ আবার বিশ্ব ক্রিকেটে মাথা উঁচু করে দাঁড়ানো শুরু করবে।’ ওয়ালশ ছিলেন অ্যামব্রোসের বোলিং পার্টনার। যিনি এখন বাংলাদেশ ক্রিকেট দলের পেস বোলিং কোচ। ওয়ালশের শিষ্যরাই সোমবার পটাপট উইকেট তুলে নিয়েছেন অ্যামব্রোসদের দলের। এখান থেকে সেমিফাইনালে ওঠার কোনো সম্ভাবনা আছে? কঠিন বলেছেন অ্যামব্রোস, ‘আসলেই এটা কঠিন কাজ। মাঠে যে পারফরম্যান্স করছে ওয়েস্ট ইন্ডিজ, তাতে শেষ চারে যাওয়া নির্ভর করছে অনেক কিছুর ওপর। এক কথায় কঠিন। অনেক বোদ্ধা বলছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত সেমির পথে এগিয়ে আছে। আমার প্রত্যাশা অঘটনও ঘটুক। অন্তত বিশ্বকাপ জমিয়ে দিতে। আর নিজ দেশকে তো অবশ্যই সেমিফাইনালে দেখতে চাইবো।’ বাংলাদেশকে এখন কেমন দেখছেন? অ্যামব্রোস বলেন, ‘তাদের ক্রিকেট আসলে অনেক উন্নতি করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে  যখন তারা খেলতে এসেছিল সবাই তাদের হারাতো। আর এখন অনেক অনেক ভালো দল। বলতে পারি পরিপূর্ণ দল। বিশেষ করে ওয়ানডেতে। তাদের বিপক্ষে নেমেই আর জেতা যায় না। গত ১০ ম্যাচে তারা তো ওয়েস্ট ইন্ডিজকে আটবারই হারিয়েছে!
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status