ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ম্যানচেস্টারে ‘মরগান শো’

স্পোর্টস রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

ফিটনেস সমস্যার কারণে ম্যাচটিতে খেলার কথা ছিল না এউইন মরগানের। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে নামলেন আফগানিস্তানের বিপক্ষে। এরপর ব্যাট হাতে যা করলেন, তাকে কে বললে মরগান অসুস্থ ছিলেন। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এদিন বেশিকিছু রেকর্ড ওলট-পালট করে দিয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ইংলিশ অধিনায়ক ৫৭ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি। যেটি আবার বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ দ্রুততম। শেষ পর্যন্ত ৭১ বলে ১৪৮ রান করে আউট হন মরগান। ৪টি চারের সঙ্গে ১৭টি ছক্কা! বিশ্বকাপ তো বটেই, ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। মরগানের বিধ্বংসী সেঞ্চুরির সঙ্গে জনি বেয়ারস্টোর ৯০, জো রুটের ৮৮ আর শেষের দিকে মঈন আলীর ৯ বলের ৩০ রানে টর্নোডো ইনিংসে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড তুললো ৩৯৭/৬! এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের ইনিংস এটি। আর ইংল্যান্ডের সর্বোচ্চ। এর আগে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রান তুলছিল তারা। মরগানের ১৪৮ বিশ্বকাপে ইংলিশ ব্যাটসম্যানদের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ১৫৩ রান নিয়ে জেসন রয় দ্বিতীয় (বিপক্ষ বাংলাদেশ, ২০১৯) ও ১৫৮ রান নিয়ে সাবেক অধিনায়ক
অ্যান্ড্র স্ট্রস (বিপক্ষ ভারত, ২০১১) রয়েছেন শীর্ষে। তৃতীয় উইকেটে জো রুটের সঙ্গে ১৮৯ রানের জুটি গড়েন মরগান। যা বিশ্বকাপে যেকোনো উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। মরগান-রুট ভেঙে দিয়েছেন ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপে ডেনিস অ্যামিস-কেইথ ফ্লেচারের রেকর্ডকে।
লর্ডসে ভারতের বিপক্ষে ১৭৬ রানের জুটি গড়েছিলেন তারা। আর চলতি বিশ্বকাপে ৫টি ১০০ প্লাস জুটিতে অবদান রাখলেন জো রুট। বিশ্বকাপের ইতিহাসে এমন কীর্তি আছে কেবল দু’জনের। পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ (১৯৯২) ও শ্রীলঙ্কার তিলকারত্নে দিলশানের (২০১৫)।
এখানেই শেষ নয়। বিশ্বকাপের এক ম্যাচে সর্বোচ্চ ২৬ ছক্কার দলীয় রেকর্ডটিও নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। গত আসরে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ২০০৭ সালে বেসাটিয়ারে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮টি ছক্কা হাঁকায় দক্ষিণ আফ্রিকা। একই  আসরে বারমুডার বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানরাও মেরেছিলেন ১৮ ছক্কা।

বিশ্বকাপে দ্রুততম ৫ সেঞ্চুরি
বল    খেলোয়াড়    দল    প্রতিপক্ষ    ভেন্যু    সাল
৫০    কেভিন ও’ব্রায়েন    আয়ারল্যান্ড    ইংল্যান্ড    ব্যাঙ্গালোর    ২০১১
৫১    গ্লেন ম্যাক্সওয়েল    অস্ট্রেলিয়া    শ্রীলঙ্কা    সিডনি    ২০১৫
৫২    এবি ডি ভিলিয়ার্স    দ. আফ্রিকা    উইন্ডিজ    সিডনি    ২০১৫
৫৭    এউইন মরগান    ইংল্যান্ড    আফগানিস্তান    ম্যানচেস্টার    ২০১৯
৬৬    ম্যাথু হেইডেন    অস্ট্রেলিয়া    দ. আফ্রিকা    সেন্ট কিটস    ২০০৭

এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা
ছক্কা    খেলোয়াড়    দল    প্রতিপক্ষ    ভেন্যু    সন
১৭    এউইন মরগান    ইংল্যান্ড    আফগানিস্তান    ম্যানচেস্টার    ২০১৯
১৬    ক্রিস গেইল    উইন্ডিজ    জিম্বাবুয়ে    ক্যানবেরা    ২০১৫
১৬     রোহিত শর্মা    ভারত    অস্ট্রেলিয়া    ব্যাঙ্গালোর    ২০১৩
১৬    ডি ভিলিয়ার্স    দ. আফ্রিকা    ওয়েস্ট ইন্ডিজ    জোহানেসবার্গ    ২০১৫
১৬    শেন ওয়াটসন    অস্ট্রেলিয়া    বাংলাদেশ    ঢাকা    ২০১১
১৪ ছক্কা আছে ক্রিস গেইলেরও। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে। আর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইতে ১৩ ছক্কা হাঁকান শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ
দল    স্কোর    প্রতিপক্ষ    ভেন্যু    সাল
অস্ট্রেলিয়া    ৪১৭/৬    আফগানিস্তান    পার্থ    ২০১৫
ভারত    ৪১৩/৫    বারমুডা    পোর্ট অব স্পেন    ২০০৭
দ. আফ্রিকা    ৪১১/৪    আয়ারল্যান্ড    ক্যানবেরা    ২০১৫
দ. আফ্রিকা    ৪০৮/৫    ওয়েস্ট ইন্ডিজ    সিডনি    ২০১৫
শ্রীলঙ্কা    ৩৯৮/৫    কেনিয়া    ক্যান্ডি    ১৯৯৬
ইংল্যান্ড    ৩৯৭/৬    আফগানিস্তান    ম্যানচেস্টার    ২০১৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status