দেশ বিদেশ

ফলে কেমিক্যাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:৫৮ পূর্বাহ্ন

ফলে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট খাদ্যপণ্যে টেক্সটাইলের রঙ ও অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে, মানুষের বাঁচার কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়া, আমসহ মৌসুমি ফলে ক্ষতিকর রাসায়নিক নিয়ে বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনষ্টিটিউশন) প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। পাশাপাশি আদালত মৌসুমী ফলে রাসায়নিক ব্যবহার বন্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে এবং কীভাবে বাজার মনিটরিং করা হচ্ছে এ বিষয়ে পুলিশ ও র‌্যাবকে আগামী ২৩শে জুন এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দাখিল করতে হবে।
এর আগে, বিএসটিআই’র আইনজীবী সরকার এম আর হাসান মামুন প্রতিবেদন দাখিল করেন। তিনি জানান, বাজার থেকে ২৬৫ টি নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে আমে কোন ধরনের ফরমালিন বা রাসায়নিকের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে, বিএসটিআইয়ের এ প্রতিবেদন অসম্পন্ন থাকায় আদালত সন্তুষ্ট হতে পারেননি। আদালতে রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিএসটিআই যে প্রতিবেদনটি দাখিল করেছে তা অসম্পন্ন। ফলে তাদেরকে আবারো পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status