দেশ বিদেশ

খালেদা জিয়ার গ্যাটকো মামলার শুনানি ১৫ই জুলাই

কেরানীগঞ্জ প্রতিনিধি

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:৩৪ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় মহিলা কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৫ই জুলাই ধার্য করেছেন আদালত। গতকাল সকাল সোয়া ১১টায় এই মামলার বিচার কার্যক্রম শুরু করা হয়। উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামী মাসের ১৫ তারিখ ধার্য করেন। আদালত চলাকালীন সময় আসামিদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লুৎফুল কবীর, কমডোর জুলফিকার আলী, এসএম শাহাদাৎ হোসেন, এএম সানোয়ার হোসেন, সৈয়দ গালিব আহমেদ, সৈয়দ তানভির আহমেদ, একেএম মুসা কাজল, মিসেস জাহানারা আনসার, একেএম রশিদ উদ্দিন আহমেদ ও জুলফিকার হায়দার চৌধুরীসহ ১১ জন উপস্থিত ছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, এহসান ইউসুফ, ইসমাইল হোসেন সায়মন, একেএম মোশাররফ হোসেন ও শাজাহান এম হাসিবসহ ৫ জন আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকার কারণে আদালতে হাজির হতে পারেননি। আসামিপক্ষের আইনজীবীদের নেতৃত্ব দেন অ্যাডভোকেট মাসুদ রানা এবং রাষ্ট্রপক্ষের দুদুকের আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল। আজ মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানার নেতৃত্বে অন্য আইনজীবীরা আদালতের কাছে সময়ের আবেদন করলে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৫ই জুলাই ধার্য করেন। এই আদালতের বিচারক ছিলেন বিচারপতি আবু সৈয়দ দিলজার হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status