বাংলারজমিন

শ্রীমঙ্গলে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ট্রাকচালকের গ্রেপ্তার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৯ জুন ২০১৯, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

অবৈধ উত্তোলনকৃত বালুভর্তি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সপ্তম শ্রেণির স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে এখনো গ্রেপ্তার করতে না পারায় আবারো মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পলাতক ট্রাকচালককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে ফাঁসি দেয়া, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা ও নিরাপদ সড়কের দাবি জানায়। সোমবার সকাল ১১টায় ঘণ্টাব্যাপী উপজেলার ভুজপুর বাজারে আছিদ উল্লাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ প্রতিবাদ সভায় অংশ নেয় দি মর্নিং সান কেজি স্কুল, ডোবাগাঁও বি ইউ দাখিল মাদরাসা, নিরাপদ বাংলাদেশ চাইসহ বিভিন্ন স্কুল ও সংগঠনের প্রায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীসহ স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা। ‘পড়তে এসেছি, মরতে নয়। নিরাপদ সড়ক চাই। আলমগীর হত্যার বিচার চাইসহ নানা দাবি নিয়ে লেখা প্ল্যাকার্ড সংবলিত ব্যানার হাতে নিয়ে শিক্ষার্থীরা  মানববন্ধনে যোগ দেয়। আছিদ উল্লাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পান্না লাল বর্ধনের সভাপতিত্বে ও সংবাদকর্মী লুৎফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য আজিজুর নাহারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত ২৫শে মে আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী আলমগীর হোসেন (১৪) বাইসাইকেল চালিয়ে স্থানীয় বাজার থেকে নিজ বাড়ি সিক্কা আসছিল। আসার পথে খারিজ্জমা এলাকায় পৌঁছতেই দ্রুতগামী অবৈধ বালুবহনকারী একটি ট্রাক পেছন দিক থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর সিন্দুরখান ইউনিয়নের সিক্কা গ্রামের দিনমজুর আব্দুল হকের পুত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status