দেশ বিদেশ

‘বাজেটের আকার ও রাজস্ব আদায়ের মধ্যে বিরাট ফারাক’

স্টাফর রিপোর্টার

১৮ জুন ২০১৯, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

বাজেটের আকার ও রাজস্ব আদায়ের মধ্যে বিরাট ফারাক দৃশ্যমান বলে মন্তব্য করেছেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। তিনি বলেছেন, বাজেটের সুফল যদি মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীন মানুষের কাছে না যায় তাহলে এ উন্নতিতে কোনো লাভ নেই। তবে প্রস্তাবিত বাজেটকে আমরা স্বীকৃতি দিতে চাই। দেশীয় পণ্য উৎপাদনে এ বাজেট অধিকতর উৎসাহ যোগাবে। এজন্য বাজেটের গুণগত বাস্তবায়নের লক্ষে ব্যাংক খাতে বিরাজমান সমস্যার যথাযথ সংস্কার করতে হবে।
গতকাল গুলশানের লেকশোর হোটেলে ‘টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্ত, অর্থনৈতিক ভঙ্গুরতার লক্ষণ ও ক্রমবর্ধমান সম্পদের বৈষম্য’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থনীতির উপর ড. সায়েম আমীর ফয়সলের প্রথম গবেষণা গ্রন্থ ‘হাউ মাচ ইজ টু মাচ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
তরুণ এ অর্থনীতিবিদ ঋণ খেলাপী নিয়ন্ত্রণ ও মোকাবিলায় সরকারের যথাযথ উদ্যোগ কামনা করেন। তিনি বলেন, খেলাপী ঋণ প্রশ্রয় পেলে অর্থনীতির ক্ষতি হবে। দেখা যায়, ঋণ দান ও গ্রহণ বিশেষ এক শ্রেণীর মানুষের মাঝেই সীমাবদ্ধ। মধ্যবিত্ত, নিম্নবিত্ত কিংবা মফস্বলের মানুষ সঠিকভাবে ঋণের সুবিধা ভোগ করতে পারে না। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের আহ্বান জানান। দেশে বিরাজমান অর্থনৈতিক বৈষম্য প্রশ্নে জাকের পার্টির এ সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, সম্পদের বৈষম্যের হার প্রকট। বিত্তবান, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও বিত্তহীনের সম্পদের বৈষম্য আশংকাজনক হারে বাড়ছে। এটি যেকোনো সময় সামাজিক সংকটে রূপ নিয়ে রাষ্ট্রীয় সংকটে পরিণত না হয় সে ব্যাপারে সরকারকে সজাগ থাকতে হবে। ড. সায়েম আরো বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা এবং একই সাথে ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষায় ডি-র‌্যাডিকেলাইজেশন ক্যাম্প দেশ জুড়ে স্থাপন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আতিকুল ইসলাম বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির জন্য কিছু বৈষম্য মেনে নিতে হয়। ড. সায়েম আমীর ফয়সল তার গবেষণায় সেটাই খুঁজেছেন যে, কতটা বৈষম্য থাকলে সেটা বৈষম্য হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান বেনজীর আহমেদ। অন্যদের মধ্যে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফারাহ আমীর ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status