খেলা

সরফরাজকে ‘মস্তিষ্কহীন’ বললেন শোয়েব আক্তার

স্পোর্টস ডেস্ক

১৭ জুন ২০১৯, সোমবার, ১:০৮ পূর্বাহ্ন

ইতিহাস গড়া হলো না পাকিস্তানের। বিশ্বকপে ভারতের কাছে ৭ বার পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো ৯২’য়ের চ্যাম্পিয়নদের। রোববার ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে ৮৯ রানে হার দেখে পাকিস্তান। হারের পর পাকিস্তান অধিনায়কের ওপর চোটেছে ক্রিকেট সমর্থকরা। ম্যাচ হারের পর সরফরাজকে ‘মস্তিষ্কহীন’ বলে মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আক্তার। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করেন শোয়েব। ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেয়ায় সরফরাজকে ‘মস্তিষ্কহীন’ বললেন শোয়েব আক্তার। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে করিয়ে দিয়ে শোয়েব আক্তার বলেন, ‘দুই বছর আগে (চ্যাম্পিয়ন্স ট্রফি) ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিল ভারত অধিনায়ক কোহলি, সেই একই ভুলটা এদিন করে বসল সরফরাজ।’

ম্যাচ হার নিয়ে বোলারদের ওপর চোটেছেন পাকিস্তান এই গতিতারকা। তিনি বলেন, ‘পরিকল্পনাহীন বোলিং সেই সঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। হাসান আলি বলে গতিও যথেষ্ট নেই সেইসঙ্গে লেংথের অভাব।’
ভারতের বিপক্ষের ম্যাচে তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। ততেও শোয়েব আক্তারের সামালোচনা থেকে পার পাননি আমির। তিনি বলেন, ‘তিন উইকেট নিলেও আমির কখনোই ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেনি। ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই আমিরের মোকাবিলা করেছেন। গ্রুপ পর্বে আর চারটি ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের। এখান থেকে একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত পাকিস্তানের।’
আগামী ২৩শে জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status